• Home
  • »
  • News
  • »
  • north-bengal
  • »
  • লকডাউনে মালদহে আটকে পড়া ৪০০-র বেশি যুবক-যুবতীকে ঘরে ফেরানো হল !

লকডাউনে মালদহে আটকে পড়া ৪০০-র বেশি যুবক-যুবতীকে ঘরে ফেরানো হল !

দক্ষিনবঙ্গের বিভিন্ন জেলা থেকে সেলসের কাজে প্রশিক্ষন নেওয়ার জন্য ছেলেমেয়েরা মালদহে এসে আটকে পড়েছিলেন।

দক্ষিনবঙ্গের বিভিন্ন জেলা থেকে সেলসের কাজে প্রশিক্ষন নেওয়ার জন্য ছেলেমেয়েরা মালদহে এসে আটকে পড়েছিলেন।

দক্ষিনবঙ্গের বিভিন্ন জেলা থেকে সেলসের কাজে প্রশিক্ষন নেওয়ার জন্য ছেলেমেয়েরা মালদহে এসে আটকে পড়েছিলেন।

  • Share this:

#মালদহ: লকডাউনে মালদহে কাজে এসে আটকে পড়ে ছিলেন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ৪০০-র বেশি যুবক-যুবতী । মালদহে নেটওয়ার্ক ব্যবসার প্রশিক্ষণ নিতে এসেছিলেন এঁরা। কিন্তু লক ডাউনের জন্য এতদিন কেউই বাড়িতে ফিরতে পারছিলেন না। ঘরে ফিরতে চেয়ে মালদহ পুরসভার দ্বারস্থ হন আটকে পড়া যুবক-যুবতীরা। শেষপর্যন্ত মালদা জেলা প্রশাসন এবং মালদহ পুরসভার উদ্যোগে  বৃহস্পতিবার তাঁদের বাড়ি ফেরানোর উদ্যোগ নেওয়া হল।

সাতটি সরকারি বাসে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান , পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার আটকে পড়া প্রশিক্ষণরত যুবক-যুবতীদের  বাড়ি ফেরত পাঠানো হল। প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করে শংসাপত্র তুলে দেওয়া হয় পুরসভার তরফে। এরপর শুকনো খাবার সহ তাঁদের বাসে করে বিভিন্ন গন্তব্যে রওনা করে দেওয়া হয়।

লকডাউনের জন্য মাঝপথে বন্ধ হয়ে যায় প্রশিক্ষণ। এরপর যান চলাচল বন্ধ থাকায় সকলেই পুরাতন মালদহে আটকে পড়েছিলেন। অবশেষে প্রশাসন ও পুরসভার উদ্যোগে বাড়ি ফিরতে পেরে খুশি সকলেই। মালদহ পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, দক্ষিনবঙ্গের বিভিন্ন জেলা থেকে সেলসের কাজে প্রশিক্ষন নেওয়ার জন্য ছেলেমেয়েরা মালদহে এসে আটকে পড়েছিলেন। তাঁরা পুরসভাকে বিষয়টি জানান। আমরা জেলাশাসকের কাছে সাহায্য চেয়েছিলাম। প্রশাসন বাসের ব্যবস্থা করে দেওয়ায়, আটকে পড়া ছেলেমেয়েরা বাড়িতে ফেরার সুযোগ পেলেন।

সেবক দেবর্শমা

Published by:Piya Banerjee
First published: