corona virus btn
corona virus btn
Loading

মহানন্দায় নৌকাডুবিতে উদ্ধার আরও ৫ দেহ, বাড়ছে মৃতের সংখ্যা

মহানন্দায় নৌকাডুবিতে উদ্ধার আরও ৫ দেহ, বাড়ছে মৃতের সংখ্যা
মালদহে নৌকাডুবি

মহানন্দায় নৌকাডুবিতে ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা৷ আজ অর্থাত্‍ শনিবার সকালে চাঁচোল, গাজোল ও ইটাহাটে উদ্ধার হল আরও ৫টি দেহ৷

  • Share this:

#মালদহ: মহানন্দায় নৌকাডুবিতে ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা৷ আজ অর্থাত্‍ শনিবার সকালে চাঁচোল, গাজোল ও ইটাহাটে উদ্ধার হল আরও ৫টি দেহ৷ ফলে মৃত বেড়ে এখন ৯ জন৷ শুক্রবার জগন্নাথপুর থেকে মুকুন্দপুরে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে৷ যে নৌকাটি ডুবেছে, তাতে প্রায় ৭০ জন যাত্রী ছিলেন৷ বহু নিখোঁজ এখনও৷ ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা৷

পঞ্চমীর সন্ধ্যায় চাঁচলের জগন্নাথপুর এবং উত্তর দিনাজপুরের ইটাহার থানার মুকুন্দপুরের মাঝে মহানন্দা নদীতে নৌকাডুবি হয়। মুকুন্দপুরে ছিল নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে গিয়েছিলেন যাত্রীরা। অনুষ্ঠান দেখে প্রায় ৭০ জন যাত্রী নিয়ে নৌকাটি মুকুন্দপুর থেকে জগন্নাথপুর ঘাটে যাবার পথে দুর্ঘটনার কবলে পড়ে। মালদহ জেলা পুলিশ সুপার আলোক রাজোরিয়া জানান, ৪০-৪৫ জন যাত্রী, সঙ্গে কিছু সাইকেল ও মোটর বাইক নিয়ে নৌকাটি জগন্নাথপুর থেকে বিহারের বারসই থানার চাপাঘর ঘাট হয়ে মুকুন্দপুর যাচ্ছিল।

বৃহস্পতিবার রাত ১টা পর্যন্ত তল্লাশি চালানোর পর শুক্রবার সকাল ৬টা থেকে শুরু হয় তল্লাশি অভিযান। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানরাও তল্লাশি চালাচ্ছে।

বর্ষার জেরে এমনিতেই ফুঁসছে মহানন্দা৷ অভিযোগ, নৌকাটিতে মাত্রাতিরিক্ত যাত্রী ছিলেন৷ মহানন্দার জলের টান ও ঘূর্ণিতে নৌকাটি টাল সামলাতে পারেনি৷

আরও ভিডিও: অন্ধ্রপ্রদেশে নৌকাডুবি, দেখে নিন নৌকাটি ডুবে যাওয়ার আগের ভিডিও

First published: October 5, 2019, 11:48 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर