#দার্জিলিং: বনধের চতুদর্শ দিন ৷ আজও থমথমে পাহাড়। আগামিকাল অর্থাৎ সোমবার ঈদ উপলক্ষ্যে বনধে আংশিক ছাড় মিলতে চলেছে। মোর্চার কেন্দ্রীয় কমিটির বৈঠকে এদিন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ কিন্তু, দোকান-পাট বন্ধ থাকবে। তবে যান চলাচলে ছা়ড দেওয়া হবে বলে জানানো হয়েছে।
কাল সকাল ৬ টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা বনধ শিথিলের সিদ্ধান্ত নিয়েছে মোর্চার কেন্দ্রীয় কমিটি। সংখ্যালঘুদের জন্যই এই ছাড় বলে জানিয়েছে মোর্চা। পৃথক রাজ্যের দাবিতে রবিবারও পাহাড়ে মিছিল করেন মোর্চা সমর্থকরা। কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহারের দাবিও ওঠে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক প্রশাসন। দার্জিলিং মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে।