#দার্জিলিং: পাহাড়ে মোর্চার বনধ অব্যাহত ৷ ফের মিছিল মোর্চার ৷ শনিবার দার্জিলিঙের বিভিন্ন জায়গা থেকে মিছিল করছে মোর্চা সমর্থকরা ৷ মিছিলে মোর্চার বহু মহিলা সমর্থকও উপস্থিত ছিল ৷ থাকবেন মোর্চার কেন্দ্রীয় কমিটির নেতারা ৷
ডিএম অফিসের দিকে যাবে মিছিল ৷ ডিএম অফিস হয়ে মিছিল যাবে পাতলেবাসে ৷
গন্ডগোল এড়াতে তৎপর পুলিশ ৷ মিছিল ঘিরে কড়া নিরাপত্তার আয়োজন করা হয়েছে ৷ চকবাজারে মোর্চা সমর্থকদের জমায়েত করেছে ৷
গোর্খাল্যান্ড ছাড়া আর কিছুতেই শান্ত হবে না পাহাড়। রাজ্যের সঙ্গে চরম সংঘাতের পথে যাওয়ার বার্তা দিয়েই ঘোষণা মোর্চা প্রধানের।
আগামী দিন গোর্খাল্যান্ড দাবিতে সামনে রেখে একগুচ্ছ কর্মসূচি নিচ্ছে মোর্চা।
২৭ জুন জিটিএ-র চুক্তিপত্র পোড়ানো হবে
প্রতিদিন গোর্খাল্যান্ডের দাবিতে মিছিল, বিক্ষোভ
২৯ জুন ফের মোর্চার ডাকে সর্বদল
সেখানে পরবর্তী আন্দোলনের কর্মসূচি স্থির হবে
অনির্দিষ্টকালের জন্য বনধও চলবে
গোর্খাল্যান্ড নিয়ে মোর্চার প্রাথমিক উদ্যোগে সাড়া দেয়নি কেন্দ্র সাড়া। তারপরও পাহাড় নিয়ে রাজ্য সরকার নরম অবস্থান নেওয়ার পরেও সুর চড়াচ্ছে মোর্চা ৷ এদিন পালতেবাসে বৈঠক করে মিছিল করে মোর্চা। মিছিল থেকেও ঘনঘন গোর্খাল্যান্ডের দাবি উঠেছে। পাহাড়ে নিজেদের রাশ ধরে রাখতে এখন এই আবেগই একমাত্র অস্ত্র বিমল গুরুংদের।