#দার্জিলিং: পুরভোটের আগে মোর্চায় ভাঙন চলছেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাহাড় সফরকালেই সস্ত্রীক তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন, দার্জিলিংয়ে গোর্খা জনমুক্তি মোর্চার প্রাক্তন কাউন্সিলর শুভময় চট্টোপাধ্যায়। এদিনই জোড়াফুল শিবিরে যোগ দেন শুভময়ের একাধিক অনুগামীও। আজ দার্জিলিং জেলা পার্টি অফিসে তাঁদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন অরূপ বিশ্বাস।
একদিকে উন্নয়ন, অন্যদিকে কর্মসংস্থান। দুই অস্ত্রেই এবার পাহাড়ের মন জয় করতে চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পুরভোটকে মাথায় রেখে পাহাড়ে কল্পতরু মুখ্যমন্ত্রী। গুরুং বোর্ড-সহ দার্জিলিংয়ের একাধিক বোর্ডকে অর্থ সাহায্যের ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এডুকেশন হাব গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি। একইসঙ্গে পাহাড়ে একগুচ্ছ প্রকল্পের ঘোষণাও করেন তিনি।
এদিন আরও একবার নতুন জেলা কালিম্পং নিয়ে তিনি বলেন, ‘কালিম্পং নতুন জেলা হবে ৷ আগামী মাসেই আমি কালিম্পঙে আসব ৷ কালিম্পং নতুন জেলা ঘোষণা করব ৷’