#ধূপগুড়ি:
-Hi I'm Momoমোমো-র সঙ্গে খোদ পুলিশ কর্মীর চ্যাটের শুরুটা কিছুটা ছিল এমনই ! যা নিয়ে ফের তোলপাড় ধূপগুড়ি গয়েরকাটা এলাকা ।
শেফালি দেবী । জলপাইগুড়ি আদালতে কর্মরত । রবিবার বিকেলে বন্ধুদের সঙ্গে চ্যাটে মশগুল ছিলেন তিনি । আচমকাই এক অদ্ভূত নম্বর থেকে এল মেসেজটা । থোবড়ানো গাল । চোখগুলো গর্ত থেকে যেন ঠিকরে বেরিয়ে আসছে । মেসেজটা পেতেই শেফালি দেবী বুঝলেন যে তিনি ‘মোমো সুইসাইড চ্যালেঞ্জ’-র শিকার হয়েছেন । কিন্তু একটুও ঘাবড়ান নি তিনি । মোমো-কেও পাল্টা জবাব দিলেন তিনি ।
সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেই বেশ কিছুক্ষণ ধরে চলল কথাবার্তা । সেই কথোপকথন থেকেই জানা গেল, এ যে সে মোমো নন । শেফালিদেবীর আদ্যাপান্ত জানেন তিনি । তিনি কোথায় থাকেন । কী কাজ করেন । কোনওটাই তার অজানা নয় । মোমো নিজেই জানায়, তাদের লোকেরা দেশে বিদেশে ছড়িয়ে রয়েছে । চ্যাটের শুরুটা ইংরেজিতে শুরু হলেও পরে বাংলায় শুরু হয় কথাবার্তা । যা স্বভাবতই মোমো অ্যাডমিনের মাথার উপর দিয়ে বেরিয়ে যায় । যার জেরেই অবশেষে বিরক্ত হয়ে মোমো অ্যাডমিন শেফালিদেবীকে খুনের হুমকিও দিয়ে বসে মোমো অ্যাডমিন ।
আপাতত ওই নম্বরটি ব্লকলিস্টে ফেলে দিয়েছেন শেফাল দেবী ।
ব্লু হোয়েল গেম আতঙ্কের রেশ কাটতে না কাটতেই এবার মোমো আতঙ্কে ভুগছে রাজ্যবাসী । গোটা রাজ্যেই থাবা বসিয়েছে এই মারণ খেলা । সোশ্যাল নেটওয়ার্কিং সাইট মারফত ছড়িয়ে পড়ছে এই খেলার লিঙ্ক । আর সেই ফাঁদে পা দিলেই সর্বনাশ । প্রতিটি মুহূর্তে রয়েছে মৃত্যুর ফাঁদ ।
জেলা ছাড়িয়ে এবার শহর কলকাতাতেও মোমোর আতঙ্ক চড়িয়েছে । যার জেরে সমস্যার সমাধান করতে এবার ময়দানে নেমেছে সিআইডিও । কিন্তু মোমোর এই আজব হোয়াটসঅ্যাপ ডিপি-র পিছনে আসল কালপ্রিট কে ? সেটির সন্ধান করতে হাবুডুবু খাচ্ছে পুলিশও ।
আরও পড়ুন: ‘I will kill you’, মোমো মেসেজের রিপ্লাই না দিতেই মিলল প্রাণনাশের হুমকি
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Momo