হোম /খবর /শিলিগুড়ি /
মোহনবাগান ফ্যানেদের জন্য বিরাট সুখবর! গোটা রাস্তাই এবার ক্লাবের নামে! কোথায় ঘটল?

Mohun Bagan: মোহনবাগান ফ্যানেদের জন্য বিরাট সুখবর! গোটা রাস্তাই এবার ক্লাবের নামে! কোথায় ঘটল?

X
মোহনবাগানের [object Object]

Mohun Bagan: আগামী ২ এপ্রিল এই রাস্তার উদ্বোধন হবে। মোহনবাগান ক্লাবের সচিব দেবাশীষ দত্ত সহ কর্মসমিতির অন্যান্য সদস্যরা সেদিন উপস্থিত থাকবেন।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

শিলিগুড়ি : কলকাতার বাইরে শিলিগুড়িতে এই প্রথম ভারতের জাতীয় ক্লাব মোহনবাগানের নামে রাস্তার নামকরণ করা হচ্ছে। শিলিগুড়িতে মহানন্দা নিরঞ্জন ঘাটের রাস্তাটি 'মোহনবাগান অ্যাভিনিউ' নামে নামাঙ্কিত করা হচ্ছে। আগামী ২ এপ্রিল এই রাস্তার উদ্বোধন হবে। মোহনবাগান ক্লাবের সচিব দেবাশীষ দত্ত সহ কর্মসমিতির অন্যান্য সদস্যরা সেদিন উপস্থিত থাকবেন । এক সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন মেয়র গৌতম দেব। তিনি বলেন, "শিলিগুড়িতে মোহনবাগানের পাশাপাশি ইস্টবেঙ্গলের নামেও রাস্তা হবে।"

বাঙালীর ফুটবল মানেই ঘটি-বাঙালের লড়াই। কেউ মোহনবাগান তো কেউ ইস্টবেঙ্গল। এই দুই ক্লাব ছাড়া ফুটবল অসম্পূর্ণ। আবার শিলিগুড়ি শহরে এই দুই ক্লাবেরই ফ্যান ক্লাব রয়েছে। নিজেদের ক্লাবের নামে রাস্তার জন্য শিলিগুড়ি পুরনিগমে প্রথম আবেদন করেছিল শিলিগুড়ি মেরিনার্স। তারা এ বিষয়ে একটি চিঠি দেয় মেয়র গৌতম দেবকে। অবশেষে শিলিগুড়ি মেরিনার্সের স্বপ্নপূরণ হতে চলেছে। আগামী ২এপ্রিল তাদের প্রিয় ক্লাবের নামে রাস্তা উদ্বোধন হতে চলেছে। ওই অনুষ্ঠানের জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছে মেরিনার্সরা। তাদের কাছে এখন সুখের বসন্ত। প্রথমে আইএসএল চ্যাম্পিয়ন তারপর ক্লাবের নামের আগে এটিকে তুলে নেওয়া হয়। এখন আবার ইস্টবেঙ্গলের আগে রাস্তা উদ্বোধন।

আরও পড়ুন: পকেটে অ্যান্ড্রয়েড ফোন রাখেন? খুব সাবধান! শান্তিপুরে যা ঘটল যুবকের, শুনলে ঘুম উড়ে যাবে

শিলিগুড়ি শহর বরাবর ইস্টবেঙ্গলের। তবুও এই শহরেই তাদের আগে রাস্তা উদ্বোধন করে যেন এক গোলে এগিয়ে গেলো বাগানের সমর্থকরা। শিলিগুড়ি মেরিনার্সের পক্ষে অরূপ সরকার বলেন, "আমরাই আবেদন করেছিলাম রাস্তার নামকরণের জন্য। আমাদের দাবী ছিলো বাঘাযতীন পার্কের পাশের রাস্তা। তবে পুরনিগম ওই রাস্তা দিলে তা মেনেও নেয় ক্লাব। আমরা কেউ ক্লাবের উর্ধ্বে নই। তাই ওই অনুষ্ঠানে আমরা যাচ্ছি। ইস্টবেঙ্গলের আগে আমাদের ক্লাবের রাস্তা উদ্বোধন হচ্ছে মানে এই ডার্বিতেও তাদের হারালাম আমরা। ২ রাএপ্রিল আমাদের কাছে গর্বের দিন। তবে আমাদের আবেদনে সাড়া দিয়ে রাস্তার নামকরণ করার জন্য পুরনিগমকে শিলিগুড়ি মেরিনার্সের পক্ষ থেকে ধন্যবাদ।"

আরও পড়ুন: অভিষেকের 'বার্তা' পেয়েই বুক চওড়া কুন্তলের! যা বললেন এবার, দুর্নীতি কাণ্ডের মোড় ঘুরিয়ে দিতে পারে

অন্যদিকে এই গোটা অনুষ্ঠানের আয়োজন করছে শিলিগুড়ি পুরনিগম। সহযোগিতায় রয়েছে মোহনবাগান ক্লাব। ইতিমধ্যে ক্লাবের দুইজন প্রতিনিধি এসে শহর ঘুরে দেখে গিয়েছেন। এদিন মেয়র গৌতম দেব বলেন, "এটা শহরের জন্যও গর্বের। শতাব্দী প্রাচীন ক্লাব মোহনবাগানের নামে রাস্তা উদ্বোধন হচ্ছে। ওই অনুষ্ঠানে আমরা ক্রীড়াপেমী মানুষদের আমন্ত্রণ জানাচ্ছি। প্রাক্তন খেলোয়াড়দেরও আমন্ত্রণ জানানো হবে। এছাড়া আমরা সকলে থাকব ও মোহনবাগান ক্লাবের কর্মসমিতির সদস্য সহ তাদের দলের খেলোয়াড়রাও থাকবে।"

------অনির্বাণ রায়

Published by:Suman Biswas
First published:

Tags: Mohun Bagan, Siliguri News, West Bengal news