#মালদহ:-দীর্ঘ ছয় মাস ধরে কার্যত বন্ধ রেল পরিষেবা। কিন্তু, ফের রেল পরিষেবা চালু হলে অথবা বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটলে, তা মোকাবিলায় কতটা প্রস্তুত রয়েছেন রেলের বিভিন্ন জরুরী বিভাগ। তা খতিয়ে দেখতে দুর্ঘটনার মহড়া মালদহ রেলওয়ে ডিভিশনের।বৃহস্পতিবার মালদহ টাউন স্টেশন সংলগ্ন এলাকায় রেল ইয়ার্ড এর কাছে দুর্ঘটনার মহড়া অনুষ্ঠিত হল। লকডাউন পরিস্থিতির মধ্যেই রেলের বিভিন্ন বিভাগের কর্মী আধিকারিকরা চূড়ান্ত তৎপরতায় পরিস্থিতির মোকাবিলা করেন। দুর্ঘটনাগ্রস্ত রেল বগি কেটে ভেতর থেকে যাত্রীদের বের করে আনা হয়, এরপর অ্যাম্বুলেন্সে চাপিয়ে তাঁদের দ্রুত চিকিৎসার আওতায় আনার বন্দোবস্ত করা হয়।মহড়া তদারকি করেন খোদ মালদা ডিভিশন এর ডিআরএম যতীন্দ্র কুমার। রেলওয়ের চিকিৎসক দল, আরপিএফ, এনডিআরএফ কেউ এই মহড়ায় সামিল করা হয়। দ্রুততার সঙ্গে উদ্ধার , যত কম সংখ্যক মানুষের ক্ষয়ক্ষতি, দ্রুত চিকিৎসার আওতায় এনে সুস্থ করার চেষ্টা থেকে শুরু করে দুর্ঘটনাস্থল পুনর্গঠনের কাজ দক্ষতা ও তৎপরতার সঙ্গে করে রেলের বাহিনী। রেলের মহড়া সন্তোষজনক হয়েছে বলে জানিয়েছেন মালদহের ডিআরএম। উল্লেখ্য, সাধারণত প্রতি দুই বছর অন্তর রেলের অ্যালার্টনেস পরীক্ষা করার জন্য এই ধরনের মহড়া হয়ে থাকে। সাধারণত সর্বোচ্চ পর্যায়ের আধিকারিকরা ছাড়া রেলের কাউকে আগাম মহড়ার বিষয়ে কিছুই জানানো হয় না।সেবক দেবশর্মা
Published by:Elina Datta
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।