#রায়গঞ্জ:রায়গঞ্জ প্রায় দুমাস পর খুলল দেবেন মোড়ে মোবাইল রিপেয়ারিং দোকান।দীর্ঘ দুই মাস পর দোকান খুলতে পারায় খুশি কুতুব আলি ।১৩ জুলাই উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের দেবেন মোড়ে কুতুব আলির মোবাইলের দোকানের সামনে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের। এই ঘটনায় রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে যায়।রাজ্য সরকার তদন্তভার সি আই ডি র হাতে তুলে দিয়েছিল।ঘটনার পরই পুলিশ এলাকাটি ঘিরে দিয়েছিল। পুলিশ এলাকা ঘিরে দেওয়ার ফলে দোকান খুলতে সমস্যার মধ্যে পড়তে হয় মোবাইলের দোকানদার কুতুব আলীকে। রায়গঞ্জ থানা থেকে সি আই ডি কাছে একাধিকবার দোকান খোলার অনুমতি চাইলেও সেই অনুমতি মেলেনি। দোকান খুলতে না পারায় সংসার চালানোই দুস্কর হয়ে পড়ে কুতুব আলীর। গতকাল বিকালে পুলিশ গিয়ে সেই ব্যারিকেট খুলে দেয়।আজ সকাল থেকে কুতুব আলি দোকান খোলেন।দীর্ঘ দুই পর দোকান খোলায় খুশি কুতুব আলি।
Published by:Akash Misra
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।