হোম /খবর /ক্রাইম /
লেটারহেড-সই জাল করে চাকরির সুপারিশ! রাজ্যের সেচ প্রতিমন্ত্রীর অভিযোগে চাঞ্চল্য

Malda News|| লেটারহেড-সই জাল করে চাকরির সুপারিশ! রাজ্যের সেচ প্রতিমন্ত্রীর অভিযোগে চাঞ্চল্য

সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।

সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।

Minister Sabina Yeasmin lodged complaint against fraud case: মন্ত্রীর সই জাল করে চাকরির সুপারিশ পত্র। রাজ্যের মন্ত্রীর নাম ব্যবহার করে সরকারি দফতরে চাকরি পাইয়ে দেওয়ার জন্য সুপারিশ পত্র।

  • Last Updated :
  • Share this:

#মালদহ: মন্ত্রীর (Minister) সই জাল (Fraud) করে চাকরির সুপারিশ পত্র। রাজ্যের মন্ত্রীর নাম ব্যবহার করে সরকারি দফতরে চাকরি পাইয়ে দেওয়ার জন্য সুপারিশ পত্র। উত্তরবঙ্গ উন্নয়ন এবং সেচ প্রতিমন্ত্রী (Irrigation Department) সাবিনা ইয়াসমিনের (Sabina Yeasmin) লেটারহেড এবং সই জাল করে মালদহে (Malda) জনস্বাস্থ্য ও কারিগরি দফতরে নিয়োগের সুপারিশ পত্র প্রকাশ্যে এসেছে। ইতিমধ্যেই কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করেছেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন ও সেচ দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। ভুয়ো সরকারি আধিকারিক, ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের পর এ বার মন্ত্রীর নামে ভুয়া সুপারিশ পত্র নিয়ে হইচই পড়েছে।

মালদহের মোথাবাড়ি কেন্দ্রের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। তাঁর বিধায়ক পদের লেটারহেডে মালদহের কালিয়াচকের আলিনগর পঞ্চায়েতের জোতপরম এলাকার এক যুবকের নাম করে নিয়োগের জন্য জনস্বাস্থ্য কারিগরি দফতরের মেকানিক্যাল বিভাগের নির্বাহী বাস্তুকারের নামে লেখা সুপারিশ পত্র মিলেছে। একই সঙ্গে রয়েছে বিধায়কের সীলমোহর। যেখানে বলা হয়েছে, ওই যুবক অত্যন্ত দরিদ্র। তিনি মন্ত্রীর বিশেষ পরিচিত। তাকে যেন জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের যে কোনও কাজে নিয়োগ করা হয়।

এ দিকে ভুয়ো সুপারিশপত্রের বিষয়টি নজরে আসতেই তৎপর হন রাজ্যের মন্ত্রী। জন স্বাস্থ্য কারিগরি দফতরের নির্বাহী বাস্তুকারের সঙ্গে যোগাযোগ করেন তিনি। তাঁর সই করা কোনও সুপারিশ পত্র দফতরে পৌঁছেছে কিনা এ বিষয়ে খোঁজ নেন মন্ত্রী। তাঁর নামে লেখা কোনও সুপারিশ পত্র যাতে গুরুত্ব দেওয়া না হয় সেই নির্দেশও দেন মন্ত্রী।

মন্ত্রীর দাবি, ওই সুপারিশপত্র জাল। তিনি এই ধরনের কোনও সুপারিশ পত্র কোথাও লেখেননি। তাছাড়া লেটারহেডে এই ধরনের সুপারিশ লেখার প্রশ্নই ওঠে না। ওই সুপারিশপত্রের সই এবং লেটারহেড জাল করা হয়েছে বলে দাবি মন্ত্রীর। সোমবার মালদহের কালিয়াচক থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেন তিনি। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে মালদহ পুলিশ। যে যুবকের নামে সুপারিশ পত্র মিলেছে ওই যুবকের খোঁজ শুরু হয়েছে। মালদহের পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, 'অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করবে পুলিশ। অভিযোগ গুরুতর। খতিয়ে দেখা হচ্ছে।'

Sebak DebSharma

Published by:Shubhagata Dey
First published:

Tags: Fraud, Malda