#ধূপগুড়ি: ফের দুর্ঘটনার কবলে পরিযায়ী শ্রমিকদের বাস । আহত ২০ জন শ্রমিক । ঘটনাটি ঘটেছে এই রাজ্যের ধূপগুড়িতে৷ ধূপগুড়ি কলেজ সংলগ্ন খলাই গ্রাম চৌপথি এলাকায়। রবিবার ভোর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। ঘটনাস্থল পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ ও দমকল বাহিনী। আহত শ্রমিকদের উদ্ধারের কাজ চলছে।
বিহারের ইট ভাটা থেকে কোচবিহারের তুফানগঞ্জে ফিরছিলেন পরিযায়ী শ্রমিক বোঝাই বাসটি। বাসে ৩৫ জনের মতো যাত্রী ছিলেন বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। ধূপগুড়ির খোলাইগ্রাম এলাকায় পৌঁছতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায়। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ১৩ জন শ্রমিক৷ তারা ধূপগুড়ি হাসপাতালে চিকিৎসাধীন । সবাইকে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে এবং নিয়ে যাওয়া হয়েছে ধূপগুড়ি বাস টার্মিনাসে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Accident, Lockdown, Migrant Labours