#রায়গঞ্জ: চাকুলিয়ায় গরু চুরি করার অভিযোগে পুলিশের সামনেই অভিযুক্তকে গণপিটুনি দিল উত্তেজিত জনতা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার গেরুয়া এলাকায়৷ পুলিশ কোনওক্রমে দাম্মা হুসেন নামে ওই অভিযুক্তকে থানায় নিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ ধৃত যুবকের কাছ থেকে গরুটি উদ্ধার করে প্রকৃত মালিককের হাতে তুলে দিয়েছে।
জানা গিয়েছে, গতকাল সোমবার ভোরে চাকুলিয়া বাজার এলাকার একব্যাক্তির বাড়ি থেকে গরু চুরি করে পালিয়ে যাচ্ছিল দাম্মা হুসেন নামে এক দুষ্কৃতী। প্রাতঃভ্রমনে বেরিয়ে দাম্মাকে গরু নিয়ে পালিয়ে যেতে দেখেন বাসিন্দারা। তাকে আটকে জিজ্ঞাসাবাদ করতেই সে গরু চুরির কথা স্বীকার করে। গরু চুরির কথা স্বীকার করার পর অভিযুক্তকে একটি জায়গায় বেঁধে রেখে পুলিশকে খবর দেওয়া হয়।চাকুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে থানায় আনতে গেলে গ্রামবাসীরা তাকে আটকে বেধড়ক মারধর দেয়। পুলিশ কোনওক্রমে অভিযুক্তকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
উত্তম পাল