হোম /খবর /উত্তরবঙ্গ /
ধূপগুড়ির বেশির ভাগ প্রাইমারি স্কুলেই শিক্ষক-শিক্ষিকা থাকেন না

আসি-যাই, মাইনে পাই! ধূপগুড়ির বেশির ভাগ প্রাইমারি স্কুলেই শিক্ষক-শিক্ষিকা থাকেন না

ধূপগুড়ির প্রাইমারি স্কুলে শিক্ষক নেই

ধূপগুড়ির প্রাইমারি স্কুলে শিক্ষক নেই

এই ছবি ধূপগুড়ির সতীশগিরি প্রাথমিক বিদ্যালয়ের। স্কুলে ক্লাস হচ্ছে না, তাই পড়ুয়ারা খেলায় মেতে৷ স্থানীয়দের অভিযোগ, এই ছবি রোজের ঘটনা।

  • Last Updated :
  • Share this:

    #ধূপগুড়ি: টাইম টেবিলের ধার ধারেন না শিক্ষকরা। মর্জি-মাফিক স্কুলে হাজিরা দিয়েই খালাস। তাই সঠিক সময় স্কুলে পৌঁছেও সব ক্লাস করা হয় না পড়ুয়াদের। ধূপগুড়ির বেশিরভাগ প্রাথমিক স্কুলেই নাকি এই ছবি। ক্যামেরার সামনে অপ্রস্তুত শিক্ষকরা। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস এসআই-এর।

    এই ছবি ধূপগুড়ির সতীশগিরি প্রাথমিক বিদ্যালয়ের। স্কুলে ক্লাস হচ্ছে না, তাই পড়ুয়ারা খেলায় মেতে৷ স্থানীয়দের অভিযোগ, এই ছবি রোজের ঘটনা। সময় মতো পড়ুয়ারা স্কুলে পৌঁছলেও শিক্ষকরা আসেন মর্জি-মাফিক। মাঝের সময়টা তাই নিজেদের মতো করে কাটায় ছাত্রছাত্রীরা। অনিয়মের কথা মানছেন আইসিডিএস কর্মীরাও।

    সংবাদমাধ্যমের ক্যামেরা দেখে বেজায় অপ্রস্তুত স্কুলের শিক্ষকরা। অনিয়ম ঢাকতে তাঁরা তখন বাহানা খুঁজতে ব্যস্ত। সব শুনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধূপগুড়ি এসআই-এর। স্থানীয়দের অভিযোগ, ধূপগুড়ির অন্য প্রাথমিক স্কুলগুলিতেও এই অনিয়ম চলছে। পড়ুয়াদের স্বার্থে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা।

    First published:

    Tags: Dhupguri, Primary School