Home /News /north-bengal /
Malda News: এবার আমের ফলন কেমন? জেনে নিন এখনই

Malda News: এবার আমের ফলন কেমন? জেনে নিন এখনই

Malda News: চলতি মরশুমে মালদহ জেলায় ৩১ হাজার ৪৫০ হেক্টর জমিতে আমচাষ হয়েছে। এবার শীত বেশিদিন থাকায় মুকুলের থেকে পাতা বেশি গজিয়ে গিয়েছে। তার উপর ঝড় ও শিলাবৃষ্টিতে প্রথম দফায় প্রায় ৮ শতাংশ এবং দ্বিতীয় দফায় প্রায় ৯.৫ শতাংশ ফসল নষ্ট হয়েছে।

আরও পড়ুন...
 • Share this:

  মালদহ: মরশুমের শুরুতে আবহাওয়ার খামখেয়ালিপনা। আমের গুটি আসতেই পরপর প্রাকৃতিক বিপর্যয়। এখনও প্রাকৃতিক বিপর্যয়ের অশনি সংকেত। মাঝে প্রখর সূর্যের তাপে আম শুকিয়ে নষ্ট হয়ে গিয়েছে। চলতি মরসুমে একের পর এক প্রাকৃতিক বিপর্যয় এর জেরে আমের ফলন এ ব্যাপক প্রভাব পড়েছে মালদহে। চিন্তিত জেলার আম চাষিরা। আমের ফলনে ব্যাপক মার খাওয়ার আশঙ্কা করছেন জেলা উদ্যানপালন দফতরের কর্তারা।

  আরও পড়ুন - টমেটো জ্বর! রহস্যজনক রোগে কেরলে আক্রান্ত বহু শিশু, রোগ দ্রুত ছড়াচ্ছে অন্য রাজ্যেও

  আমের ফলন কম হলে খোলা বাজারে আমের দাম ব্যাপক বৃদ্ধির সম্ভাবনা থেকে ‌যায়। এই পরপর প্রাকৃতিক বিপর্যযয়ের জেরে জেলার আমবাগান গুলিতে ব্যাপক ক্ষতি হয় লোকসানের মুখে পড়তে পারেন জেলার আম চাষিরা। মালদহের আম বাজারে আসতে এখনও প্রায় এক মাস। তার মাঝে প্রাকৃতিক বিপর্যয় অশনি নিয়ে চিন্তায় মালদার আমচাষ। আবহাওয়ার উপর তীক্ষ্ণ নজর রেখেছে জেলা উদ্যানপালন দফতর। আমচাষিদের সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে।

  আরও পড়ুন: বাড়িটা ঠিক আছে তো এখনও? স্কুল ড্রেস পরে বাড়ি দেখতে এল ছোট্ট অংশুমান

  আম এখন প্রায় পূর্ণ অবস্থায়। বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় বা ঝড় বৃষ্টি না হলে গাছ থেকে আম সহজে ভেঙে পড়বে না। তাই আগামীতে বড় ধরনের ঝড় বৃষ্টি না হলে আমের ক্ষতির সম্ভাবনা নেই। তবে যে পরিমাণ আমের ক্ষতি হয়েছে তা যথেষ্ট ভাবাচ্ছে ব্যবসায়ীদের। মালদহ জেলা উদ্যান পালন দফতর সূত্রে জানা গিয়েছে, শীত দীর্ঘকালীন হওয়ায় মালদহের বাগানে আমের মুকুল খুব কম ফুটেছে। তাই আমের উৎপাদন অনেক কম হওয়ার সম্ভাবনা ছিল। তার উপর একের পর এক প্রাকৃতিক বিপর্যয় আমচাষে প্রভাব ফেলছে।

  চলতি মরশুমে মালদহ জেলায় ৩১ হাজার ৪৫০ হেক্টর জমিতে আমচাষ হয়েছে। এবার শীত বেশিদিন থাকায় মুকুলের থেকে পাতা বেশি গজিয়ে গিয়েছে। তার উপর ঝড় ও শিলাবৃষ্টিতে প্রথম দফায় প্রায় ৮ শতাংশ এবং দ্বিতীয় দফায় প্রায় ৯.৫ শতাংশ ফসল নষ্ট হয়েছে। যে পরিমাণ আম উৎপন্ন হবে, তার দাম বেশি হওয়ার সম্ভবনা। কারণ, জোগান কম থাকলে দাম বাড়বে। চলতি মৌসুমে জেলায় যে পরিমাণ ফলনের আশা করা হয়েছিল তার থেকে অনেকটাই কম হবার সম্ভাবনা। আগামীতে প্রাকৃতিক দুর্যোগ না হলে চলতি মরসুমে এক লক্ষ ৭৫ হাজার মেট্রিকটন আম উৎপাদনের সম্ভাবনা।

  Harashit Singha

  Published by:Rachana Majumder
  First published:

  Tags: Malda, Malda News

  পরবর্তী খবর