হোম /খবর /উত্তরবঙ্গ /
ভিন রাজ্যের সুস্বাদু আমে ছেয়েছে বাজার, ১ কেজির দাম জানেন? শুনলে হাত কাঁপবে

Mango Price|| ভিন রাজ্যের সুস্বাদু আমে ছেয়েছে বাজার, ১ কেজির দাম জানেন? শুনলে হাত কাঁপবে

X
আম [object Object]

Mango Price hike: ফলের দোকানগুলিতে হলুদ রঙের পাকা পাকা আম  সারিবদ্ধ ভাবে সাজিয়ে রয়েছে বিক্রেতারা, কিন্তু আম কিনতে পকেটে টান পড়েছে ক্রেতাদের ।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

কালিয়াগঞ্জ: দিনের পারদের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এই মরশুমের প্রথম ভিন রাজ্যের আমের দাম। ফলে ক্রেতাদের আম কেনার ইচ্ছে থাকলেও সাধ্য হয়ে আর উঠছে না পকেটের টানে। কারণ এক কেজি আমের দাম আর হাতের নাগালের মধ্যে নেই! এখন সেই আমের দাম প্রতি কেজি ১২০ টাকা। ফলে 'ফলের রাজা' আম হলেও ক্রেতারা সেই আম কিনতে হিমশিম খাচ্ছেন। যদিও ফল বিক্রেতারা দোকানে আমের পসরা সাজিয়ে রেখেছেন।

উত্তর দিনাজপুরের ফলের দোকানগুলিতে এখন এমনই চিত্র। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মহেন্দ্রগঞ্জ, তারা বাজার-সহ বিভিন্ন দোকানগুলিতে হলুদ রঙের পাকা আম সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। এমন ভাবে সেই আম গুলিকে সাজিয়ে রেখেছে দোকানিরা যাতে দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় চোখ পড়ে।

আরও পড়ুনঃ ৪০ ডিগ্রির ঘরে পারদ! রাজ্যের ৭ জেলায় বইবে ভয়ঙ্কর 'লু'! জানুন সর্বশেষ পূর্বাভাস

তবে একদম যে বিক্রি নেই আমের তা নয়, কিছু কিছু ক্রেতারা দাম বেশি দিয়েও নিয়ে যাচ্ছে আম। এক ক্রেতা বলেন, মরসুমের প্রথম ফল তাই টেস্ট করতেই বাড়ি নিয়ে যাচ্ছি। এ বছর প্রথম আম এসেছে বাজারে আর সেই আম টেস্ট করব না তা কি করে হয়। ফলের দাম বেশি হলেও বাড়িতে সকলের সঙ্গে টেস্ট করার জন্য নিয়ে যাচ্ছি। জানা গিয়েছে, এগুলো মাদ্রাজি আম। দেখতে যেমন ভাল, খেতেও তেমনই নাকি ভাল।

পিয়া গুপ্তা

Published by:Shubhagata Dey
First published:

Tags: Mango