• Home
  • »
  • News
  • »
  • north-bengal
  • »
  • করোনার দোসর কালবৈশাখী ! আম চাষের ক্ষতির আশঙ্কা মালদহে !

করোনার দোসর কালবৈশাখী ! আম চাষের ক্ষতির আশঙ্কা মালদহে !

এই অবস্থায় বুধবার সকালে কালবৈশাখীর দাপটে আমের ক্ষতি আরো বাড়লো !

এই অবস্থায় বুধবার সকালে কালবৈশাখীর দাপটে আমের ক্ষতি আরো বাড়লো !

এই অবস্থায় বুধবার সকালে কালবৈশাখীর দাপটে আমের ক্ষতি আরো বাড়লো !

  • Share this:

#মালদহ: একে করোনার প্রকোপ তার ওপর সমস্যা বাড়ালো কালবৈশাখী। মালদহে ক্ষতির মুখে আম। বুধবার সকাল থেকে মালদহে বিস্তীর্ণ এলাকায় ঝড় এবং শিলা বৃষ্টি হয় । আম চাষিরা জানিয়েছেন , এরফলে অনেক এলাকাতেই গাছে সদ্য বেড়ে ওঠা প্রচুর আম ঝরে পড়েছে। পাশাপাশি শিলা বৃষ্টির কারণে আরও বেশ কিছু এলাকায় আমের ক্ষতি হয়েছে । এমনিতেই এবার মালদহে আম  চাষে মন্দাভাব। লকডাউন পরিস্থিতিতে আম গাছের পরিচর্যা ঠিকমতো করা যায়নি। আমের মরশুমে প্রয়োজনীয় কীটনাশক স্প্রে করার  কাজ হয়নি । মালদহে আমের ফলন এবার কোন জায়গায় দাঁড়াবে তা নিয়ে সংশয় রয়েছে আমচাষীদের মধ্যেই ।

এই অবস্থায় বুধবার সকালে কালবৈশাখীর দাপট আমের ক্ষতি আরো বাড়লো।মালদা জেলায় প্রায় ৩০ হাজার হেক্টর জমিতে আম চাষ হচ্ছে। জেলায় গড়ে ৩ লক্ষ মেট্রিক টন আমের ফলন হয় । এবারও প্রথম পর্যায়ে আমগাছে বেশ ভালই মুকুল আসে। কিন্তু এরপর থেকেই সময়মতো কীটনাশক স্প্রে করতে না পারায় জেলার অনেক আমবাগানে সুলি পোকার আক্রমণ দেখা গিয়েছে। যা ছোট আম ফল গুলিকে নষ্ট করে দিচ্ছে।  এই অবস্থায় কীটনাশক স্প্রে জরুরি হলেও বাগানে গিয়ে গাছে স্প্রে করার মতো শ্রমিক পাওয়া যাচ্ছে না । ফলে এবার আম উৎপাদনে কার্যত ভগবানই ভরসা । এই অবস্থায় চাষীদের উদ্বেগ আরো বাড়িয়েছে বুধবার সকালে কালবৈশাখী। আমচাষীদের মতে, শুধু বৃষ্টি হলে তা আম চাষের পক্ষে সহায়ক হতো । এতে আমের বোঁটা শক্ত হয়ে ভবিষ্যতে আর ঝরে পড়ার সম্ভাবনাও কমতো। কিন্তু এদিন বৃষ্টির আগে জেলার বেশিরভাগ এলাকাতেই ঝড় বয়ে যায় । যার ফলে বেশকিছু আম ঝরে পড়েছে। এর পাশাপাশি বিপদ বাড়িয়েছে শিলাবৃষ্টি । এদিন মালদহের ইংরেজবাজার ,রতুয়া, মানিকচক, পুরাতন মালদহ- একাধিক এলাকায় বিভিন্ন বাগানে আম ঝোরে পড়তে দেখা যায় । অন্যান বছর ঝরে পড়া আম বিক্রি করেও কিছু রোজগার হয় । আম চাষিদের এবার বাগান থেকে ঝরে পড়া আম সংগ্রহ করে  বাজারজাত করার মতো পরিস্থিতিও নেই। ফলে ঝরে পড়া আম বাগানে পড়ে থেকে নষ্ট হতে বসেছে । সবমিলিয়ে করোনা আর কালবৈশাখীর দাপটে মাথায় হাত আম চাষীদের।

SEBAK DEB SARMA

Published by:Piya Banerjee
First published: