corona virus btn
corona virus btn
Loading

ভারত-বাংলাদেশ সীমান্তে রাসপূর্ণিমায় হয় মনসা পুজো, কাঁটাতার পেরিয়ে চলে প্রসাদ বিনিময়

ভারত-বাংলাদেশ সীমান্তে রাসপূর্ণিমায় হয় মনসা পুজো, কাঁটাতার পেরিয়ে চলে প্রসাদ বিনিময়
  • Share this:

#তুফানগঞ্জ: টাকিতে দুর্গা বিসর্জনের সময় ভারত-বাংলাদেশের মৈত্রীর ছবি ফুটে ওঠে ইছামতীতে। একইরকমভাবে মৈত্রী উ‍ৎসব কোচবিহার লাগোয়া বাংলাদেশ সীমান্তে, মা মনসার পুজোয়। প্রতি বছর এই সময় দু’দেশের নিকট আত্মীয়রা কাছাকাছি আসার সুযোগ পান।

তুফানগঞ্জের চেংমারি সীমান্তের জিরো পয়েন্ট। ধারে কাছে এখন নদী দেখতে পাওয়া না গেলেও, কথিত আছে মা মনসার কোপে এখানেই চাঁদ সদাগরের ডিঙা গিয়েছিল ডুবে। তাই মনসার আশীর্বাদের আশায় প্রতি বছর রাসপূর্ণিমার দিন পুজো হয় এখানে। বসে মেলাও। এ বছর যে পুজোর উদ্বোধন করলেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তবে এই মেলার পিছনের গল্প নয়। মেলার আসল আকর্ষণ অন্য। এপারে তুফানগঞ্জের কৃষ্ণপুর গ্রাম, আর ওপারে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ধলডাঙা। দু’দেশের মানুষের মিলনস্থল এই মেলা।

আগের মত একসঙ্গে পুজোর কাজে হাত লাগানো আর হয় না। তবে দেখা হয়, কথা হয়, হাত নেড়ে পুরনো পরিচিতি ঝালিয়েও নেওয়া হয়। কাঁটাতারের বেড়া টপকে চলে প্রসাদ বিনিময়ও।

First published: November 13, 2019, 2:21 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर