#জলপাইগুড়ি: সন্দেহের বশে স্ত্রীকে খুন। থানায় এসে আত্মসমর্পণ স্বামীর। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি আদরপাড়া ক্যানেল পাড়ে। পেশায় ছোট ব্যবসায়ী সঞ্জয় দাস । নিহত মোতিবালা দাস তার দ্বিতীয় স্ত্রী। স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক আছে বলে দাবি সঞ্জয়ের।
তাঁর অভিযোগ, বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখতে নিষেধ করায় তাঁকে প্রাণে মারার হুমকি দিতেন স্ত্রী। বেশ কয়েকবার সেই চেষ্টাও নাকি করা হয়। তাঁর দাবি, সোমবার ভোররাতে আচমকা ঘুম ভেঙে সঞ্জয় দেখেন স্ত্রী তাঁর গলা টিপে মেরে ফেলার চেষ্টা করছেন। প্রাণ বাঁচতে হাতে কাছে থাকা দা দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন করেন তিনি।
এরপরই কোতোয়ালি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন সঞ্জয়। ১৩ বছরের বিবাহিত জীবন তাঁদের। ১২ বছরের ছেলেকে পুজোর সময়েই বাপেরবাড়িতে রেখে আসেন মোতি দাস।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Man Kills Wife Due To Extra Marital Affairs, Man Murders Wife, Murder