#ইসলামপুর: পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গেল এক যুবক। দীর্ঘ চার ঘণ্টা খোঁজাখুজির পর পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার হল। এই ঘটনায় মঙ্গলবার এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার কলেজমোড় নতুন পাড়ায়। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতাল মর্গে নিয়ে যায়।
জানা গিয়েছে,মঙ্গলবার দুপুরে এলাকার একটি পুকুরে স্নান করতে নামেন ভোলা দাস নামের এক যুবক। স্নান করতে গিয়ে জলে সে তলিয়ে যায়।এই খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের মানুষ সেখানে ছুটে আসেন।স্থানীয় বাসিন্দারাই ভোলা দাসকে উদ্ধার করতে জলে নেমে পড়েন। খবর দেওয়া হয় দমকল,বিপর্যয় মোকাবিলা দল এবং ইসলামপুর পুলিশকে। প্রত্যেকেই ঘটনাস্থলে পৌছান। দীর্ঘ চার ঘণ্টা তল্লাশির পর ভোলা দাসের নিথর দেহ উদ্ধার হয়। এই ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতাল মর্গে নিয়ে আসে।ঘটনার পুলিশী তদন্ত শুরু হয়েছে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান জ্যোতিন্ময় দাস জানিয়েছেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। তিনি পরিবারের পাশে আছেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Islampur, North Dinajpur