সেবক দেবশর্মা,মালদহ: নেশা মুক্তি কেন্দ্র থেকে পালাতে গিয়ে চরম বিপত্তি। তিন তলা ছাদ থেকে পড়ে গিয়ে বিদ্যু্ৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনা মালদহের ইংরেজবাজার থানার বাগবাড়ি লক্ষীপুর বাঁধ এলাকায়। মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে মৃত্যু হয় ওই যুবকের।
জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম সোনা সাহা (২৫)। বাড়ি মানিকচক থানার মথুরাপুর এলাকায়। ওই নেশা মুক্তি কেন্দ্রের এক কর্মী জানান, সকালে চা দিতে যাওয়ার সময় ১৩ জন যুবক পালানোর চেষ্টা করে। ১২ জন পালিয়ে গেলেও পালাতে গিয়ে তিন তলার ছাদ থেকে পড়ে যায় সোনা নামে ওই যুবক। লাগোয়া বিদ্যুতের হাইটেনশন তারের সংস্পর্শে এসে যায় ওই যুবক। আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে মৃত্যু হয় ওই যুবকের।
আরও পড়ুন- পুলিশের অনুমতি নেই, বিধানসভা অভিযানে অনড় এসএফআই! অশান্তির আশঙ্কা
আরও পড়ুন- বইমেলায় পাঁচ দিনেই লক্ষ্য পূরণ করল এসএফআই, স্টলে দুরন্ত চমক দিল বাম ছাত্ররা
জানা গিয়েছে, সকালে নেশা মুক্তি কেন্দ্রের এক কর্মী অন্যান্য দিনের মতোই আবাসিকদের ঘরে চা দিতে যায়। হঠাৎই মারমুখী হয়ে ওঠেন আবাসিকরা। ওই কর্মীর কাছ থেকে দরজার চাবি ছিনিয়ে নেয় আবাসিকরা। এরপর ওপর থেকে একে একে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় আবাসিকরা। নেশা মুক্তি কেন্দ্র কর্তৃপক্ষের আরও দাবি, মৃত যুবক নিজেই নেশা মুক্তি কেন্দ্রের কর্মীকে ধরে রেখেছিলেন। যাতে অন্যান্য আবাসিকরা সহজে উধাও হয়ে যেতে পারে। শেষে নিজে লাফ মেরে পালাতে গিয়ে ঘটে বিপত্তি। ওই নেশা মুক্তি কেন্দ্রের বাড়ির পাশ দিয়ে গিয়েছে বিদ্যুৎবাহী তার। আবাসিক ওই যুবক তারের সংস্পর্শে এসে কার্যত ঝলসে যায়।
এদিকে ছেলের মৃত্যুর খবর জানার পরেই ভেঙে পড়েন ওই আবাসিকের পরিবারের লোকজন। মৃত আবাসিকের বাবা ঘটনার পুলিশী তদন্ত দাবি করেছেন। তিনি বলেন, 'ছেলে নেশাগ্রস্ত হয়ে পড়ায় মাস দুয়েক আগে নেশা মুক্তি কেন্দ্রে দিয়েছিলাম। কিন্তু, এমন পরিণতি ঘটবে তা কল্পনাও করতে পারিনি। নেশামুক্তি কেন্দ্র কর্তৃপক্ষ ছাদ থেকে ঝাঁপ দিয়ে বিদ্যুৎ পুষ্ট হওয়ার কথা জানিয়েছে। তবে আমরা চাই পুলিশ ঘটনার তদন্ত করে দেখুন সত্যিই ঠিক কী কারণে এমন মর্মান্তিক মৃত্যু।'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।