হোম /খবর /উত্তরবঙ্গ /
পুরুলিয়ার পরে এবার শিলিগুড়ি, শুক্রবার শিলিগুড়িতে মমতার মিছিল

পুরুলিয়ার পরে এবার শিলিগুড়ি, শুক্রবার শিলিগুড়িতে মমতার মিছিল

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

লোকসভা ভোটে উত্তরবঙ্গে ভরাডুবি। ঘুরে দাঁড়াতে মরিয়া তৃণমূল।

  • Last Updated :
  • Share this:

#শিলিগুড়ি: লোকসভা ভোটে উত্তরবঙ্গে ভরাডুবি। ঘুরে দাঁড়াতে মরিয়া তৃণমূল। জমি পুনরুদ্ধারে শুক্রবার শিলিগুড়িতে মিছিল মমতার। হাতিয়ার -এনআরসি-সিএএ বিরোধিতা। শুক্রবার, শিলিগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল।

এবারের লোকসভা ভোটে জঙ্গলমহল এবং উত্তরবঙ্গ, দুই জায়গাতেই জোর ধাক্কা খায় তৃণমূল। জঙ্গলমহলে জমি পুনরুদ্ধারে, কয়েক দিন আগেই পুরুলিয়ায় মিছিল করেন মমতা। তখনও উপলক্ষ্য ছিল সিএএ-বিরোধিতা। এবার মমতার মিছিল শিলিগুড়িতে। অস্ত্র সেই নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ।

গত লোকসভা ভোটে উত্তরবঙ্গের আটটির মধ্যে একটি আসনও পায়নি তৃণমূল।সাতটি আসনে জেতে বিজেপি ৷ সেই গেরুয়া উত্তরকে ফের সবুজ করতে মরিয়া তৃণমূল। লোকসভা ভোটের পর মমতা একাধিকবার উত্তরে গেছেন। কখনও পাহাড়ে কর্মসূচি, কখনও শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠক। কিন্তু, উনিশের লোকসভা ভোটে ভরাডুবির পর উত্তরবঙ্গে মমতার মিছিল এই প্রথম।

Published by:Akash Misra
First published:

Tags: Mamata Banerjee, Rally, Siliguri, TMC