#শিলিগুড়ি: ফের বিমান বিভ্রাটের শিকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ খারাপ আবহাওয়ার জেরে বাগডোগরায় বিমান অবতরণ করাতে পারেননি বিমান চালক ৷ তাই আপাতত বিমানবন্দরেই অপেক্ষা করছিলেন বিমানচালক ৷
সূত্রের খবর, ইন্ডিগো 6C5263 বিমানটি দিল্লি থেকে বাগডোগরা হয়ে কলকাতা ফেরার কথা ছিল ৷ বাগডোগরা থেকে বিমানটি ওড়ার কথা ছিল ৪টে ৩৫ মিনিটে ৷ কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে বিমানটি বাগডোগরায় অবতরণ না করে সোজা চলে যায় গুয়াহাটি ৷ বিমান বিভ্রাটের জেরে তাই আপাতত বাগডোগরা বিমান বন্দরের লাউঞ্জেই অপেক্ষা করছেন মুখ্যমন্ত্রী ৷
শেষ খবর পাওয়া অনুযায়ী, সাড়ে ৬ টাতে এয়ার এশিয়ার বিমানে চেপে বাগডোগরা থেকে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷
উল্লেখ্য, কলকাতা বিমানবন্দরে বিমান বিভ্রাটে পড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bagdogra Airport, Mamata Banerjee