হোম /খবর /উত্তরবঙ্গ /
মালদহে টানটান রাজনীতির ময়দান! বিধানসভা ভোটের ফল ধরে রাখতে মরিয়া তৃণমূল

Mamata Banerjee: মালদহে টানটান রাজনীতির ময়দান! বিধানসভা ভোটের ফল ধরে রাখতে মরিয়া তৃণমূল, নেত্রীর সফর ঘিরে নিচুস্তরের কর্মীদের মধ্যে উত্তেজনা

মালদহ জেলা জুড়ে ভারত-বাংলাদেশ সীমান্ত। এই জায়গা বাছাই করে সীমান্তবর্তী অঞ্চলের গ্রামগুলিতেও ভোটের হাওয়া ধরতে চাইছে বিজেপি৷ পিছিয়ে নেই তৃণমূলও।

  • Share this:

কলকাতা: ২০১৯ সালের লোকসভা ভোটে মালদহ জেলার দুই আসনই হাতছাড়া হয় তৃণমূল কংগ্রেসের। একুশের বিধানসভা নির্বাচনে অবশ্য তিন ভাগের ২ ভাগ আসনেই ভাগ বসায় শাসকদল। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তারপরেই লোকসভা ভোটের তোড়জোড় শুরু। এই ২ ভোটেই একুশের রেজাল্ট ধরে রাখতে মরিয়া ঘাসফুল শিবির। অন্যদিকে, হাল ছাড়তে নারাজ বিজেপি-ও। এই আবহেই মঙ্গলে মমতার মালদহ সফর।

উনিশের লোকসভা নির্বাচনের ফল নিরাশ করেছিল তৃণমূলকে। মালদহ জেলার দুই লোকসভা আসনের একটি পেয়েছিল বিজেপি, অন্যটি গিয়েছিল কংগ্রেসের দখলে।

আরও পড়ুন: ঝাড়খণ্ড সীমান্তে বিস্ফোরক তৈরির রমরমা কারবার! পঞ্চায়েত নির্বাচনের আগে বড় চক্রের পর্দাফাঁস NIA-র

লোকসভা ভোটের ফলের বিধানসভা ভিত্তিক পর্যালোচনা করলে দেখা গিয়েছিল মালদহ জেলায় কংগ্রেস এগিয়ে ৪টি আসনে, বিজেপি এগিয়েছিল ৬ আসনে, ২ আসনে এগিয়েছিল তৃণমূল। এই ফলাফলের ভিত্তিতেই মালদহকে পাখির চোখ করেছিল বিজেপি। যদিও ২০২১ এর বিধানসভা ভোটের ফল সব হিসেব উল্টে দেয়৷

একুশের বিধানসভা ভোটের ফল প্রকাশ পেলে দেখা যায়, জেলার ১২ আসনের মধ্যে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে গিয়েছে তৃণমূল। ১২ আসনের মধ্যে মাত্র চারটি আসন পায় বিজেপি৷ শূন্য হয়ে যায় বাম-কংগ্রেস।

ফের  একবছর পরে লোকসভা ভোট। সামনে পঞ্চায়েত ভোট। কদিন আগেই রাজ্য সফর সেরে গিয়েছেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তারপরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের জেলা সফর ঘিরে রাজনৈতিক লড়াই প্রায় জমে উঠলই বলা যায়।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর সভায় যাওয়ার পথে বাস দুর্ঘটনা, মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা,সরকারি চাকরি আশ্বাস মমতার

গত লোকসভা ভোটের ফল বিশ্লেষণে দেখা গিয়েছিল, মালদহের রতুয়া ও হরিশচন্দ্রপুর আসনে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস। তবে এবার শুধু দুই নয়, আট নয় আরও বেশি আসনে লড়াই চালাতে প্রস্তুতি নিচ্ছে রাজ্যের শাসকদল।

মালদহ জেলা জুড়ে ভারত-বাংলাদেশ সীমান্ত। এই জায়গা বাছাই করে সীমান্তবর্তী অঞ্চলের গ্রামগুলিতেও ভোটের হাওয়া ধরতে চাইছে বিজেপি৷ পিছিয়ে নেই তৃণমূলও।

মালদহের তৃণমূলের নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, "২০১৬ ও ২০১৯ সালেও তৃণমূল কংগ্রেস এখানে আরও ভাল ফল করতে পারত। কিন্তু শুভেন্দু অধিকারীর জন্যে তা আমরা করতে পারিনি। এবার বিজেপি যা খুশি বলে যাক, আমরা ভাল ফল করবই।"

সংখ্যালঘু অধ্যুষিত দুই জেলা মালদহ ও মূর্শিদাবাদ। এখানে আসন দখলে মরিয়া রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। আবার এই দুই জেলাই গুরুত্বপূর্ণ গেরুয়া শিবিরের কাছেও। তবে তৃণমূলের লক্ষ্য, দুই জেলার সব কটি লোকসভা আসন দখল করা। সে কারণেই এই দুই জেলায় দলের কর্মীদের চাঙ্গা করতে চাইছে তারা। মঙ্গলে মমতার সফরে দলের নিচুস্তরের কর্মীরা কতটা চাঙ্গা হলেন, তা অবশ্য সময়ই জানান দেবে।

Published by:Satabdi Adhikary
First published:

Tags: Maldah, Mamata banaerjee