হোম /খবর /উত্তরবঙ্গ /
বিস্ফোরক মমতা! বললেন, 'আমরা খুশি দলের কয়েকটা ডাকাত চলে গেছে!'

Mamata Banerjee: বিস্ফোরক মমতা! বললেন, 'আমরা খুশি দলের কয়েকটা ডাকাত চলে গেছে!'

মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee: মালদহ থেকে এভাবেই কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • Share this:

মালদহ: 'আমরা খুশি দলের কয়েকটা ডাকাত চলে গেছে।' এদিন মালদহ থেকে এভাবেই কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "টাকা রাজ্য থেকে তুলে নিয়ে যাওয়া হয়। আমার রাজ্যের টাকা কেন্দ্র তোলে। ওরা রাজনীতি বেশি করছে। অর্থনীতি করছে না। কেন্দ্র টিম পাঠিয়ে অশ্বডিম্ব। উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশে কটা টিম যায়। একলাখি বালুরঘাট আমার করা। ১২০০ কোটি টাকার প্রজেক্ট আজ। যেগুলো তৈরি হয় সেগুলোর শিলান্যাস করে দিই। আমাদের সরকার আসার পর আমরা এই জেলায় ঢেলে কাজ করি।"

 

মুখ্যমন্ত্রী আরও বলেন, "পাড়ায় সমাধান। মহিলা থানা, নতুন থানা অনেককিছু হয়েছে। এয়ারপোর্ট বানাচ্ছি। মালদহ, বালুরঘাট, কোচবিহার এয়ারপোর্ট করবো। মালদহ, মুর্শিদাবাদ, নদিয়ায় ট্যুরিজম হচ্ছে। দক্ষিণ দিনাজপুরে রাস্তা ব্রিজ অনেককিছু তৈরি করা হয়েছে। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য সাহায্য করা হয়েছে। এখানে ৩০% মাইনরিটি আছে। তারাও পড়াশোনা করতে চায়। আমরা পড়াশোনা বন্ধ করতে দেবো না।"

মমতা জানান, "মতুয়াদের জন্য আমি করেছি। বিজেপি ভোট এলে ক্যা ক্যা করে। মিডিয়াকে অপব্যবহার করা হচ্ছে । আমরা চোর তোমরা ডাকাত। আমরা খুশি দলের কয়েকটা ডাকাত চলে গেছে । যিনি বলছে টাকা দেবেন না। মনে হচ্ছে পকেট থেকে দিচ্ছে । শিক্ষক নিয়োগ নিয়ে কিছু বলিনি। আদালতের বিষয়। কেউ অন্যায় করলে দায়িত্ব নেব না।"

আরও পড়ুন, মালদহে ভয়াবহ দুর্ঘটনা, নয়ানজুলিতে পড়ল বাস, মৃত ২, আহত অন্তত ৩০

আরও পড়ুন, গিরগিটির মতো রং বদল আবহাওয়ার! ২ দিনে হু হু হাওয়ায় ভর করে শীত ফিরবে বঙ্গে, জানুন

মুখ্যমন্ত্রী আর বলেন, "৩৪ টি বিশ্ববিদ্যালয় নতুন করে হয়েছে। আমার সব চাইতে বড় চ্যালেঞ্জ নদী ভাঙন রুখতে হবে । যাঁদের নদীর ধারে বাড়ি, একটা সার্ভে করে দেখা হোক নদী থেকে দূরে পুনর্বাসন দেওয়ার জন্য।"

Published by:Suvam Mukherjee
First published:

Tags: BJP, Central government, Malda, Mamata Banerjee, TMC