উত্তরবঙ্গ: গত সোমবার ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী হয়েছিল মালদহ জেলা। নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে গিয়েছিল নয়ানজুলিতে। ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন কমপক্ষে ৩০ জন।
মঙ্গলবার মালদহের প্রশাসনিক সভামঞ্চ ওই দিনের দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। পাশাপাশি, মৃতদের পরিবারের এক জন সদস্যকে সরকারি চাকরি দেওয়ারও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। গোটা ঘটনার রিপোর্টও তলব করেছেন তিনি।
সভামঞ্চে দাঁড়িয়ে মমতা বলেন, "আমরা দুঃখিত, শোকাহত। দু'জনকে হারিয়েছি। বাস দুর্ঘটনার জন্য। গাড়ি চালানোর জন্য। এর রিপোর্ট চাই। পদক্ষেপ করা হয়েছে।"
এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, "মৃত্যুর কোনও ক্ষতিপূরণ হয় না। ফিরহাদ হাকিম, গোলাম রব্বানিকে পাঠিয়েছিলাম। আবারও ওঁরা যাবে। এই দুটি পরিবারকে সরকারি চাকরি ও ২ লাখ টাকা করে দেওয়া হবে।"
গত সোমবার মালদহ টাউন থেকে গাজোলের দিকে যাত্রিবোঝাই একটি বাস। পথে গাজোলের পাণ্ডুয়ার কাছে রাস্তায় দাঁড় করানো গাড়িকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তা পাশের নয়ানজুলিতে পড়ে যায়। দুর্ঘটনায় মৃত্যু হয় ২ মহিলার।
আহতদের পরিবার দাবি করে, আহতরা সরকারি প্রকল্পের উপভোক্তা। মালদহ থেকে তাঁদের নিয়ে যাওয়া হচ্ছিল গাজোলে। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সভাস্থলে যোগ দেওয়ার কথা ছিল তাঁদের। কীভাবে সরকারি মঞ্চে উপভোক্তা হিসেবে সরকারি প্রকল্পের সুযোগ গ্রহণ করা হবে, তারই প্রশিক্ষণ হওয়ার কথা ছিল। কিন্তু পথেই দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Malda, Malda News, Maldah, Maldah news, Mamata banaerjee