হোম /খবর /উত্তরবঙ্গ /
'ভোটের আগেই দলিত প্রেম', হাতরস গণধর্ষণ কাণ্ডে বিজেপি-কে তীব্র আক্রমণ মমতার

'ভোটের আগেই দলিত প্রেম', হাতরস গণধর্ষণ কাণ্ডে বিজেপি-কে তীব্র আক্রমণ মমতার

উত্তরবঙ্গের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়৷ Photo-ANI

উত্তরবঙ্গের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়৷ Photo-ANI

যেভাবে তড়িঘড়ি হাতরসের নির্যাতিতার দেহ সৎকার করেছে উত্তর প্রদেশ পুলিশ, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: হাতরস গণধর্ষণ কাণ্ডে উত্তর প্রদেশ সরকার ও পুলিশের কড়া সমালোচনা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন উত্তরবঙ্গ সফরে থাকাকালীনই এই বিষয়ে সরব হন তিনি৷ যেভাবে তড়িঘড়ি হাতরসের নির্যাতিতার দেহ সৎকার করেছে উত্তর প্রদেশ পুলিশ, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি৷

এ দিন সকালে প্রথমে ট্যুইটারে উত্তর প্রদেশের ঘটনার নিন্দা করেন মুখ্যমন্ত্রী৷ ট্যুইটারে তিনি লেখেন, 'উত্তর প্রদেশের হাতরসে দলিত তরুণীর উপরে অমানবিক এবং নৃশংস অত্যাচারের ঘটনার নিন্দা করার কোনও ভাষা নেই৷ ওই পরিবারকে আমার গভীর সমবেদনা জানাই৷ আরও লজ্জাজনক বিষয় হল যেভাবে পরিবারের সদস্যদের সম্মতি এবং উপস্থিতি ছাড়াই নির্যাতিতার দেহ সৎকার করে দিল পুলিশ৷ যারা নির্বাচনের সময় বড় বড় প্রতিশ্রুতি আর স্লোগান দেয়, এই ঘটনা আরও বেশি করে তাদের আসল রূপ উন্মোচন করে দিয়েছে৷'

এর পর উত্তরবঙ্গের সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, 'ভোটের সময় দলিতদের ঘরে বাইরে থেকে খাবার নিয়ে গিয়ে এরা খেয়ে দলিত প্রেম দেখায়৷ আর তার পর দলিতদের উপরে অত্যাচার করে, তাঁদের খুন করা হয়৷ মা সীতাকে অগ্নিপরীক্ষা দিতে হয়েছিল৷ আর আজকে উত্তরপ্রদেশে একজন দলিত তরুণীকে ধর্ষণের পর পুড়িয়ে দেওয়া হল৷ ঠিক মতো তদন্তই হল না৷ এটা কী ধরনের শাসন?'

মুখ্যমন্ত্রী আরও বলেন, 'কখনও দলিত, কখনও আদিবাসী, কখনও আবার সংখ্যালঘুদের উপরে অত্যাচার চালানো হচ্ছে৷ ভাববেন না যে বাকিদেরও ছাড় দেওয়া হয়৷ ভোটের আগে এখানে রাজবংশীদের কী কী প্রতিশ্রুতি দিয়েছিল? বলেছিল উত্তরবঙ্গের সব চা বাগান খুলে দেবে, খুলেছে? তিন বছর হয়ে গেল৷' গত বিধানসভা নির্বাচন থেকেই উত্তরবঙ্গে বিজেপি-র দাপট বেড়েছে৷ ফলে এ দিন উত্তরবঙ্গে গিয়ে সুযোগ পেয়েই উত্তর প্রদেশের হাতরসের ঘটনাকে হাতিয়ার করে বিজেপি-কে পাল্টা আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
Published by:Debamoy Ghosh
First published:

Tags: Mamata Banerjee