#মালদহ: মালদহে দলের নেতাদের একসঙ্গে কাজ করার বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুদিনের মালদহ সফর শেষে আজ বৃহস্পতিবার মালদহের ডি,এস,এ স্টেডিয়ামের হেলিপ্যাডে তৃণমূল জেলা নেতাদের একসাথে কাজ করার নির্দেশ দেন দলনেত্রী। হেলিপ্যাড গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন, মালদহ জেলা তৃণমূল সভাপতি মৌসম বেনজির নূর, জেলা তৃণমূল চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী, প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র, দলের বিধায়ক সাবিনা ইয়াসমিন, জেলার একাধিক কোঅর্ডিনেটর, যুব,ও মহিলা শাখার জেলা সভাপতিরা।
স্টেডিয়ামে পৌঁছানোর পর হেলিকপ্টারে ওঠার ঠিক আগে অপেক্ষমান নেতাদের সঙ্গে কথা বলেন দলনেত্রী। ভালো করে একসঙ্গে কাজ করার কথা বলেন মমতা।এর আগেও একাধিকবার মালদহে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বিব্রত হতে দেখা গিয়েছে তৃণমূল সুপ্রিমো-কে। এর আগেও একাধিকবার জেলার এসে কখনো প্রকাশ্য সমাবেশ থেকে "ধমক" কখনও দলীয় বৈঠক থেকে নেতাদের "ভর্ৎসনাও" করেছেন তৃণমূল নেত্রী। যদিও এর পরেও দলের জেলা নেতাদের মধ্যে দ্বন্দ্ব মেটেনি।বুধবার মালদহে ডি এস এ স্টেডিয়াম সংলগ্ন মাঠে প্রকাশ্য সভায় মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত জনতা ও তৃণমূল কর্মীদের উদ্দেশ্য করে বলেন, মালদহে আমরা কী একটি আসনও পাবো না। বারবার মালদহে শূন্য থাকবো কেন ? এবার মালদহে আমি পূর্ণ হতে চাই। উপস্থিত সকলের উদ্দেশ্যে আবদার করে মালদহের আম ও আমসত্ত্বের ভাগ চান তিনি। কিন্তু, তাঁকে বুধবারের সভায় গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে সেভাবে কিছু বলতে শোনা যায়নি। কিন্তু, মালদহের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে তিনি যে এখনও যথেষ্ট উদ্বিগ্ন , জেলা থেকে যাওয়ার আগে মুখ্যমন্ত্রীর এদিনের বার্তা থেকেই তা ফের স্পষ্ট হয়েছে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে অবশ্য সমস্ত নেতা-নেত্রীরাই মাথা নেড়ে "নির্দেশ" মানার সম্মতি দেন।পাল্টা তৃণমূলের জেলা সভাপতি মৌসম বেনজির নূর নেত্রীকে আশ্বস্ত করে জানান মালদহে এবার মমতার সম্মান রক্ষা হবে। আগামী বিধানসভায় মালদহ জেলায় দলের ফলাফল ভালো হবে বলে প্রতিশ্রুতি দেন জেলা তৃণমূল সভাপতি মৌসমও।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।