হোম /খবর /উত্তরবঙ্গ /
মাথাভাঙায় নিহতদের পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা, জানালেন ৭২ ঘণ্টা পরের পদক্ষেপ...

Mamata on Coochbehar Violence: মাথাভাঙায় নিহতদের পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা মমতার, জানালেন ৭২ ঘণ্টা পরের পদক্ষেপ...

ভ্যাকসিনের ভিন্ন দাম নিয়ে বিজেপিকে আক্রমণ মমতার

ভ্যাকসিনের ভিন্ন দাম নিয়ে বিজেপিকে আক্রমণ মমতার

সাংবাদিক সম্মেলনের সময় মাথাভাঙায় আধা সেনার গুলিতে নিহতদের পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলেন।

  • Last Updated :
  • Share this:

#মাথাভাঙা: নিহতদের পরিবারের কাছে যাওয়ার কথা থাকলেও নির্বাচন কমিশনের নির্দেশানুসারে যাচ্ছেন না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার মমতা নির্বাচন কমিশনের নির্দেশকে কটাক্ষ করে একটি ট্যুইট করেন। সেখানে তিনি নির্বাচন কমিশনের ‘মডেল কোড অব কনডাক্ট’-কে ‘মোদি কোড অব কনডাক্ট’ বলে উল্লেখ করেছেন। এরপর ফের সাংবাদিক সম্মেলনে জানান, "৩ দিনের জন্য কোচবিহারে প্রবেশ রুখতে পারে, কিন্তু চতুর্থ দিন আমি সেখানে যাবই। নিজের মানুষদের পাশে দাঁড়াতে বিশ্বের কেউ আমাকে রুখতে পারবে না।’

শনিবার চতুর্থ দফার নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জনের মৃত্যুর হয়। এর পরই মমতা সেখানে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন। কিন্তু এ দিন রাতে নির্বাচন কমিশন নির্দেশ জারি করে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে কোচবিহারে কোনও রাজনৈতিক দলের নেতা বা নেত্রী প্রবেশ করতে পারবেন না। কমিশনের এই নির্দেশের পরই মমতার সফর বাতিল করা হয়।

এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় নিহতদের পরিবারের পাশে সশরীরে উপস্থিত থাকতে পারেননি নির্বাচন কমিশনের নিষেধের জন্য। তাই সাংবাদিক সম্মেলনের সময় আধা সেনার গুলিতে নিহতদের পরিবারের সঙ্গে ভিডিও কলে বেশ কিছুক্ষণ কথা বলেন। পরিবারে কে কে রয়েছেন থেকে সকলের বিষয়ে খোঁজ নেন। কালকের ঘটনা নিয়েও পরিবারের সদস্যদের জিজ্ঞাসা করেন। এরপর তাঁদের আশ্বস্ত করে জানান, আজ যেতে না পারলেও ১৪ তারিখেই তিনি তাঁদের কাছে যাবেন।
উল্লেখ্য, শীতলকুচির ঘটনার পর শনিবার বিকেলে শিলিগুড়ি চলে গিয়েছিলেন মমতা। রবিবার নিহতদের পরিবারের সঙ্গে দেখা করার কথাও ছিল। কিন্তু কমিশনের নির্দেশের ফলে মমতার সেই কর্মসূচি বাতিল করতে হয়েছে। মমতা যাবেন, তাই মাথাভাঙা হাসপাতালের পিছনের দিকে হেলিপ্যাড তৈরির কাজ শুরু হয়ে গিয়েছিল। আপাতত সেই কাজ আসমাপ্ত। সেই অস্থায়ী হেলিপ্যাডের সামনে পুলিশের তরফে তিনটি বাস রেখে দেওয়া হয়েছে।
Somraj Bandyopadhyay
Published by:Shubhagata Dey
First published:

Tags: CM Mamata Banerjee