corona virus btn
corona virus btn
Loading

ধূপগুড়ি ব্লকের চা-বাগানে অপুষ্টিতে আক্রান্ত চা বাগানের শিশুরা

ধূপগুড়ি ব্লকের চা-বাগানে অপুষ্টিতে আক্রান্ত চা বাগানের শিশুরা
  • Share this:

#ধূপগুড়ি: অপুষ্টিতে আক্রান্ত ধূপগুড়ি ব্লকের  হলদিবাড়ি,বিন্নাগুড়ি,মোরাঘাট,পলাশবাড়ি চা বাগানের সাত শিশু। দিনে দিনে ঝিমিয়ে পড়া, সঙ্গে লাগাতার জ্বর। স্থানীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে শিশুদের চিহ্নিত করা হয়। তাদের বাড়িতে পাঠানো হয় স্বাস্থ্য দফতরের টিম । অপুষ্টির বিষয়টি নিশ্চিত হওয়ার পর শিশুদের জেলা পুষ্টি পুুনরুদ্ধার কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত হয়।

কিন্তু ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়িতে অবস্থিত জেলার একমাত্র নিউট্রিশন রিহ্যাবিলিটেশন সেন্টারে মাত্র দশটি বেড। সেখানে ইতিমধ্যেই ভরতি ধূপগুড়ি ব্লকের দশজন শিশু। ফলে সাত শিশুকে ভরতি করা হয় ধূপগুড়ি হাসপাতালে। শিশুদের পরীক্ষা করে চিকিৎসকরা জানিয়েছেন, অপুষ্টিতে ভুগছে শিশুরা।

অপুষ্টিতে মৃত্যুর খবর এতদিন মানতে চায়নি রাজ্য সরকার। তাঁদের দাবি ছিল, চা বাগানে অপুষ্টির কোনও প্রমাণ নেই। এবার ধূপগুড়ি ব্লকের চারটি চা বাগানে অপুষ্টিতে আক্রান্ত শিশুর হদিশ মেলায় চিন্তা বাড়ছে জেলা প্রশাসনের। চালু চা-বাগানের যদি এই অবস্থা হয় , বন্ধ চা-বাগানগুলির শ্রমিক মহল্লার শিশুদের পুষ্টির তাহলে কী হাল ? উঠছে প্রশ্ন।

First published: July 14, 2019, 5:04 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर