#মালদহ: শ্বশুরবাড়িতে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। খুনের অভিযোগ মৃতার পরিবারের। পরপর দুটি কন্যা সন্তান হাওয়ায় শ্বশুর, শাশুড়ি, এবং ননদের বিরুদ্ধে খুনের অভিযোগ মৃতার পরিবারের। ঘটনা মালদহের চাঁচোল থানার চণ্ডীপুর গ্রামে। চাঁচোল থানায় লিখিত অভিযোগ দায়ের। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা।
সাত বছর আগে দেখাশুনো করে চাঁচলের দরিয়াপুর গ্রামের বাসিন্দা প্রতিমা কর্মকারের সাথে বিয়ে হয় চন্ডীপুরের বাসিন্দা মনোজ থোকদারের। অভিযোগ, বিয়ের পর সব ঠিকঠাক থাকলেও পরপর দুটি কন্যা সন্তান জন্মানোর পর থেকেই প্রতিমার উপর অত্যাচার শুরু করে শ্বশুরবাড়ির লোকেরা। মৃতার মা অর্চনা কর্মকারের অভিযোগ, দুটি কন্যা সন্তান হওয়ার পর থেকেই শ্বশুর, শাশুড়ি এবং ননদ তার মেয়ের উপর অত্যাচার করত।
আরও পড়ুন - ICC Women’s World Cup 2022: বাউন্ডারির ধারে উড়ে গিয়ে এক হাতে ধরলেন ক্যাচ, ভাইরাল ভিডিও
গ্রামের সালিশি সভা বসিয়েও অত্যাচারের মাত্রা একটুও কমেনি। গতকাল রাত্রে মেয়ের শ্বশুরবাড়ির শোবার ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তবে মৃতার গালে রয়েছে একাধিক আঘাতের চিহ্ন। মেয়েকে খুন করা হয়েছে বলে দাবি তুলেছে পরিবার। এই ঘটনার লিখিত অভিযোগ দায়ের হয়েছে চাঁচল থানায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
Sebak Deb Sharma
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Maldah