#মালদহ: করোনা আক্রান্তের এলাকায় যেতে গিয়ে প্রাণে বাঁচলেন মেডিক্যাল টিমের সদস্যরা । মালদহের ভুতনিতে লালারসের নমুনা সংগ্রহ করতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স । বেহাল রাস্তায় মাঝে আটকে গেল গাড়ি। লালরস না নিয়েই ফিরল টিম। ভুতনি গোবর্ধনটোলা এলাকার ঘটনা। জানা গিয়েছে, চার-পাঁচ জনের স্বাস্থ্যকর্মীর দল করোনা আক্রান্তদের পরিবারের লোকজন ও পরিযায়ী এবং ভিন রাজ্য ফেরতদের লালারসে নমুনা সংগ্রহের জন্য পুলিনটোলা, খুশবরটোলা প্রভৃতি এলাকায় যাচ্ছিল। মানিকচক থেকে সরকারি গাড়িতে ওই দলটি পৌঁছয় ভূতনিতে। এরপর ভুতনি হাসপাতালে থেকে একটি অ্যাম্বুলেন্স তাঁদেরকে ভুতনি ব্রিজ থেকে গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছিল। কিন্তু, মাঝরাস্তায় ভুতনি থানা থেকে ভুতনি বাজারগামী গোবর্ধনটোলা এলাকায় রাস্তার কাদা মাটির মধ্যে অ্যাম্বুলেন্স এর একাংশ বসে যায়। পাল্টি খেয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হলে কোনরকমে দরজা দিয়ে ঝাঁপ দিয়ে নামেন স্বাস্থ্যকর্মীরা। অল্পবিস্তর চোট পান সকলেই। এরপর আর কেউই গন্তব্যে পৌঁছাতে পারেননি । বিকেল পর্যন্ত বহু চেষ্টা করেও কাদামাটি থেকে অ্যাম্বুলেন্স তুলে চালানো সম্ভব হয়নি । শেষ পর্যন্ত লালারসের নমুনা সংগ্রহ না করেই ফিরে আসে মেডিক্যাল টিম । ঘটনায় হইচই পড়ে যায় এলাকায়। অ্যাম্বুলেন্স মাঝ রাস্তায় আটকে গেলে সাধারণ গাড়ির কি দশা তা সহজেই অনুমান করা সম্ভব। এনিয়ে প্রশ্ন তোলেন স্থানীয়রা। রাত বিরেতে কোন রকম বিপদ আপদ অথবা চিকিৎসার প্রয়োজন হলে গন্তব্যে পৌঁছানো কার্যত অসম্ভব বলে জানান স্থানীয়দের একাংশ। ঘটনায় মুখ খুলতে চাননি মানিকচকের ব্লক স্বাস্থ্য আধিকারিক । আর দুর্ঘটনার কবলে পড়া স্বাস্থ্যকর্মীরা জানান, পুরো ঘটনা তাঁরা ব্লক স্বাস্থ্য আধিকারিক সহ ওপর মহলে জানিয়েছেন । ওই অ্যাম্বুলেন্সের চালক পরিমল মন্ডল জানান, বেহাল রাস্তার কারণেই গাড়ি নিয়ন্ত্রণ হারায়। মালদহ জেলা পরিষদের সভাধিপতি তথা স্থানীয় জেলা পরিষদ সদস্য গৌরচন্দ্র মন্ডল ঘটনার কথা স্বীকার করেন।তিনি বলেন , আগাম জানিয়ে না যাওয়ার কারণেই ওই রাস্তা গাড়ি চলাচলের উপযুক্ত করা যায়নি। আগামীকাল বৃহস্পতিবার যাতে ওই এলাকায় স্বাস্থ্যকর্মীরা পৌঁছে লালারসের নমুনা সংগ্রহ করতে পারেন সেই ব্যবস্থা নেওয়া হবে। ভুতনির ওই এলাকায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর গ্রামীণ রাস্তার কাজ করছে বলেও এদিন জানান মালদহ জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মন্ডল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Maldah, Medical Team, News