Home /News /north-bengal /
Maldah: ধরতে গেলেন মাছ, জালে উঠল একগুচ্ছ রেশন কার্ড, অবাক কাণ্ড মালদহে

Maldah: ধরতে গেলেন মাছ, জালে উঠল একগুচ্ছ রেশন কার্ড, অবাক কাণ্ড মালদহে

ঘটনার নেপথ্যে কোনও রেশন কার্ড চক্রের যোগ রয়েছে? খতিয়ে দেখছে প্রশাসন।

  • Share this:

#মালদহ: মাছ ধরতে জাল ফেলেছিলেন বিলে,  মাছের বদলে উঠে এল একগুচ্ছ ডিজিটাল রেশন কার্ড ! মালদহের হবিবপুর থানার দক্ষিণ চাঁদপুর এলাকার ঘটনায় চোখ কপালে স্থানীয় বাসিন্দা থেকে প্রশাসনের।

জানা যায়, অনিল চৌধুরী নামে এক ব্যক্তির মাছ ধরার জালের উঠে আসে  ৪৭ টি ডিজিটাল রেশন কার্ড । এহেন আজব ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাংলাদেশ সীমান্তবর্তী ওই  এলাকায় । অনিল চৌধুরী পেশায় মৎস্যজীবী । দীর্ঘদিন ধরে স্বপরিবারে মাছ ধরেন । বৃহস্পতিবার বিকেলে  ছেলেদের নিয়ে বিলে মাছ ধরছিলেন। একসময় জাল ভারী হয় । স্বাভাবিকভাবে ভাবেন, জালে মাছ ধরা পড়েছে । কিন্তু জাল গোটাতেই অবিশ্বাস্য কাণ্ড । দেখেন জালের ভিতরে  মাছ নয় , একটি প্লাস্টিক ক্যারিব্যাগ । এরপর প্যাকেট খুলতেই চক্ষু চড়কগাছ অনিল বাবুর । জালের ভিতর একগুচ্ছ ডিজিটাল রেশন কার্ড ।

ভারত - বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকার ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের মালাহার গ্রাম । সীমান্তের কাছে বিলে এ'ভাবে রেশন কার্ডের প্যাকেট উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । এতগুলো রেশন কার্ড কীভাবে জলের মধ্যে এল ? উঠছে প্রশ্ন । জানা গিয়েছে, বেশিরভাগ রেশন কার্ড-ই আশপাশের এলাকার বাসিন্দাদের । এমন অনেকেই রয়েছেন যাঁরা কিছুদিন আগেই দুয়ারে সরকার ক্যাম্পে রেশন কার্ডের জন্য আবেদন করেছিলেন । কয়েক জন স্থানীয় বাসিন্দা তাঁদের রেশন কার্ড উদ্ধার হয়েছে জেনে অনিল বাবুর বাড়িতেও  যান ।

অনিল বাবু জানান , '' প্রথমে মনে হয়েছিল, কোনও জাল রেশন কার্ড রয়েছে । আসল রেশন কার্ড কেন বিলে পৌঁছবে ? কিন্তু বাড়িতে এনে উল্টে পাল্টে দেখার পর মনে হচ্ছে আসল রেশন কার্ড-ই । তাই প্রশাসনের হাতে এগুলি তুলে দেব ।'' অন্যদিকে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও খাদ্য সরবরাহ দফতর।

SEBAK DEB SARMA
Published by:Rukmini Mazumder
First published:

Tags: Malda

পরবর্তী খবর