মালদহ: খেলার ছলে প্রতিবেশীর বেড়ার কয়েকটি পাটকাঠি ভেঙেছিল মাত্র তিন বছরের ছেলে। তার জন্য নৃশংস শাস্তি মাকে! বেধড়ক মারধর শেষে গলায় ফাঁস দিয়ে 'খুন'। সামান্য পাটকাঠি নিয়ে বিবাদ, যার জেরে প্রাণ গেলো এক গৃহবধূর। গলায় ফাঁস লাগিয়ে এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠলো কাকী শাশুড়ির বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য মালদহের চাঁচল থানার মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের কুশমায় এলাকায়। মৃতার কাকী শাশুড়ির বিরুদ্ধে চাঁচোল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃত গৃহবধূর পরিবার।
আরও পড়ুন: 'সুমন ড্যামেজ কন্ট্রোলে' শুভেন্দুর উত্তর-অভিযান, অশনি সংকেত দেখছে বিজেপি!
কিন্তু, প্রায় একইসময়ে মৃতার শাশুড়ি বাড়ির বারান্দায় বৌমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তড়িঘড়ি উদ্ধার করে চাঁচোল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের আশঙ্কাজনক অবস্থায় তিন দিন ধরে তাঁর চিকিৎসা চলে। শেষপর্যন্ত বৃহস্পতিবার দুপুরে চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় বছর চব্বিশের গৃহবধূ বন্দনা নুনিয়ার। মেয়ের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন মৃতার মা সহ বাপের বাড়ির আত্মীয়-স্বজন। মৃতের কাকী শাশুড়ি অর্চনা নুনিয়ার বিরুদ্ধে চাঁচোল থানায় খুনের লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতার মা। ঘটনার খবর পেয়ে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছন চাঁচল-১ নং ব্লকের বিডিও সমীরন ভট্টাচার্য। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় চাঁচোল থানার পুলিশ।
আরও পড়ুন: বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা, সংসদে সরব তৃণমূল, ঝড় তুললেন সৌগত রায়
মৃতার মা বলেন টুকুন নুনিয়া অভিযোগ করে বলেন, ''৬ বছর আগে মেয়ের বিয়ে হয়। মেয়ের তিন বছরের একটি পুত্র এবং দু মাসের একটি কন্যা সন্তান রয়েছে। নাতি পাটকাঠি নিয়ে খেলছিল। কয়েকটা পাটকাঠির জন্য আমার মেয়েকে খুন হতে হল। পুলিশের কাছে দোষীর কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।''
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Malda News, West Bengal news