হোম /খবর /উত্তরবঙ্গ /
মালদহে টোটো-বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়েছিল দেহ, কী ভাবে বিস্ফোরণ তথ্য দিল ফরেন্সিক

মালদহে টোটো-বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়েছিল দেহ, কী ভাবে বিস্ফোরণ তথ্য দিল ফরেন্সিক রিপোর্ট

এই অবস্থাই হয়েছিল টোটোটির।

এই অবস্থাই হয়েছিল টোটোটির।

গত ‌১ জুলাই মালদহ শহরের ঘোড়াপীর ঘোষপাড়া এলাকায় চলন্ত টোটোতে ভয়াবহ বিস্ফোরণ হয়।

  • Share this:

মালদহ: মালদহে টোটো বিস্ফোরণের ঘটনার ফরেনসিক তদন্তের রিপোর্ট নিউজ-১৮ বাংলার হাতে। ব্যাটারি থেকেই ভয়াবহ বিস্ফোরণ হয় টোটোতে, উল্লেখ ফরেনসিক রিপোর্টে। প্রায় পাঁচ মাস পর মিলল রিপোর্ট। ব্যাটারি কেস এর ভিতরেই বিস্ফোরণ। ব্যাটারি-জনিত ত্রুটি অথবা দীর্ঘক্ষন মাত্রাতিরিক্ত ওজন নিয়ে চলার কারণেই ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণ বলে ইঙ্গিত রিপোর্টে।

গত ‌১ জুলাই মালদহ শহরের ঘোড়াপীর ঘোষপাড়া এলাকায় চলন্ত টোটোতে ভয়াবহ বিস্ফোরণ হয়। শরীর ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে মৃত্যু হয় টোটো চালকের। ঘটনার পর এনআইএ তদন্তের দাবিতে সরব হয় বিজেপি। ঘটনায় রাজ্যজুড়ে আলোড়ন পড়ে। ৫ জুলাই ঘটনার তদন্তে মালদহে আসে ফরেনসিক বিশেষজ্ঞ দল। যে ধরনের টোটোতে বিস্ফোরণের ঘটনা ঘটে সেখানে ১২ ভোল্টের চারটি ব্যাটারি থাকে।

বন্ধ ধাতব বাক্সের মধ্যে ব্যাটারি থাকায় বিস্ফোরণের অভিঘাত খোলা জায়গার তুলনায় অনেক বেশি হয়েছে বলে মত বিশেষজ্ঞদের। এলাকা পরিদর্শনে অন্য কোনও বিস্ফোরকের হদিশ মেলেনি বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। মালদহের পুলিশ সুপার অলোক রাজরিয়া জানিয়েছেন, পুলিশি তদন্তে প্রাথমিকভাবে ব্যাটারি জনিত বিস্ফোরণ বলেই অনুমান করা হয়েছিল। ফরেনসিক রিপোর্ট হাতে পাওয়াতে সেই তথ্যই জোরালো হয়েছে। সেই মতো পুলিশ তদন্ত এগিয়ে নিয়ে যাবে।

-সেবক দেবশর্মা

Published by:Arka Deb
First published:

Tags: Malda, Toto Exlpsion