হোম /খবর /উত্তরবঙ্গ /
সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, শোওয়ার ঘরে উদ্ধার কিশোরীর ঝুলন্ত দেহ

Unnatural Death: সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, শোওয়ার ঘরে উদ্ধার দশম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

Unnatural Death: শোওয়ার ঘর থেকে উদ্ধার ঝুলন্ত মৃতদেহ, শোকস্তব্ধ পরিবার। তদন্তে পুলিশ।

  • Share this:

মালদহ :  দশম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল, মালদা জেলার পুখুরিয়া থানার আড়াইডাঙার ছাড়ামাড়ি গ্রামে। খবর পেয়ে এলাকায় গিয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। রহস্যমৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ঘর থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট। যাতে নাম রয়েছে প্রেমিকের।

মৃত ওই স্কুল ছাত্রীর বয়স মাত্র ১৫। রতুয়ার আড়াইডাঙা আরএনজি বালিকা বিদ্যাপীঠের দশম শ্রেণীর পড়ুয়া সে। পরিবারে আছেন বাবা, মা, দুই ভাই । পরিবার ও স্থানীয় সূত্রে গিয়েছে, গত প্রায় ছয় মাস ধরে এলাকারই এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে সে। কয়েকদিন আগেও ওই যুবকের সঙ্গে ঘুরতে গিয়েছিল বলে পরিবারের লোকের দাবি। কিন্তু, সম্প্রতি যোগাযোগ বন্ধ করে দেয় প্রতিবেশী যুবক। এর ফলে সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। এই টানাপোড়েন মেনে নিতে পারেনি ছাত্রী। ফলে মানসিক অবসাদ তৈরি হয়েছিল। পরিবারের আরও দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল ওই যুবক।

আরও পড়ুন :  ভ্রমণপ্রেমীদের জন্য সুখবর, এ বার পুরী, দিঘা বেনারসে অনেক কম খরচে থাকার সুযোগ

অভিযোগ, বিয়ে না করায় স্কুল থেকে এসে নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই স্কুল ছাত্রী। এর পর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুখুরিয়া থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে স্কুল ছাত্রীর পরিবার-সহ গোটা গ্রামে।

আরও পড়ুন : জাল গোটাতেই চমক ! গঙ্গায় ৯১ কেজি ওজনের বিশাল মাছ ধরা পড়ল মৎস্যজীবীদের জালে

পুলিশ জানিয়েছে, ওই ছাত্রীর মৃতদেহের ময়নাতদন্ত করা হয়েছে। কীভাবে মৃত্যু তা সম্পর্কে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে সুত্র মিলতে পারে। মৃত্যুর ঘটনায় কারও কোনওরকম প্ররোচনা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।  মৃতের পরিবারের অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Malda