সেবক দেবশর্মা, মালদহ: মুহূর্তের অসাবধানতায় ব্যবসার 'মূলধন' খোয়া গিয়েছিল ব্যবসায়ীর। টাকার চিন্তায় নাওয়া খাওয়া, ঘুম সবই কার্যত উধাও হয়ে গিয়েছিল। ব্যবসায় ফের ঘুরে দাঁড়ানো নিয়ে দুশ্চিন্তা ঘিরে ধরেছিল ব্যবসায়ী উত্তম দত্তকে। কারণ, ব্যবসার সংগৃহীত টাকা ব্যাঙ্কে জমা দিতে যাওয়ার পথে গাড়ি থেকে টাকার ব্যাগ পড়ে যায় রাস্তায়। যখন বুঝতে পারেন তারপর হন্যে হয়ে টাকার ব্যাগ খুঁজছিলেন রাস্তায় ঘুরে ঘুরে। কিন্তু, কিছুই খুঁজে পাননি। শেষে কার্যত নিয়মরক্ষার কথা ভেবে রথবাড়ি পুলিশ ফাঁড়ি এবং ইংরেজবাজার থানায় ঘটনা জানান মালদহের ওষুধ ব্যবসায়ী উত্তমবাবু।
মালদহ শহরের পিরোজপুর এলাকায় ওষুধের ব্যবসা রয়েছে তাঁর। প্রায়শই ব্যবসার সংগৃহীত টাকা জমা করতে যান নির্দিষ্ট ব্যাঙ্কে। গত শনিবার সেভাবেই টাকার ব্যাগ গাড়িতে ঝুলিয়ে ব্যাঙ্কের উদ্দেশে যাচ্ছিলেন তিনি। রাস্তায় কখন যে ব্যাগ ছিড়ে পড়েছে তা টের পাননি ব্যবসায়ী। যখন বুঝতে পারেন তখন খোঁজাখুঁজি শুরু করেন মালদহ শহরের মনস্কামনা রোডে। ব্যবসায়ীর ব্যাগে ছিল নগদ দু’লক্ষ টাকা। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও টাকার হদিশ পাননি। শেষে পুলিশের কাছে অভিযোগ জানান তিনি।
আরও পড়ুন- অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবে ভারত, দলের একাদশে প্রথম ছয়ের জায়গা পাকা, কিন্তু বাকি ৫?
শহরের রাস্তায় দুই লক্ষ টাকার ব্যাগ পড়ে গিয়ে 'উধাও' হল কীভাবে। ঘটনার হদিশ পেতে তদন্তে নামে পুলিশ। শেষে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে মনস্কামনা রোড এলাকায় খোওয়া যাওয়া টাকার সম্পূর্ণটাই উদ্ধার করতে সমর্থ্য হয় পুলিশ।
আরও পড়ুন- ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার বৃদ্ধি করল বন্ধন ব্যাঙ্ক
এদিকে টাকার ব্যাগ হারিয়ে যাওয়ার পর গত শনিবার থেকে কার্যত মুষড়ে পড়েছিলেন ওই ব্যবসায়ী। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই রথবাড়ি ফাঁড়ির পুলিশের কাছ থেকে পেলেন বহু প্রত্যাশিত ফোন। যে ফোনে ব্যবসায়ীকে জানানো হয়, তাঁর খোওয়া যাওয়া টাকার হদিশ মিলেছে। এরপরেই সোমবার বিকেলে সস্ত্রীক মালদহের রথবাড়ি পুলিশ ফাঁড়িতে এসে পৌঁছন ওই ব্যবসায়ী। পুলিশের পক্ষ থেকে রথবাড়ি ফাঁড়ির অফিসার সত্যব্রত ভট্টাচার্য ব্যবসায়ীর হাতে উদ্ধার হওয়া দুুই লক্ষ টাকা তুলে দেন। এভাবে হারিয়ে যাওয়া টাকা ফেরত পেয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন ওই ব্যবসায়ী।
তাঁর কথায়, ওই টাকাই ছিল তাঁর ওষুধ ব্যবসার অন্যতম মূলধন। ফেরত না পেলে ব্যবসায়িক ধাক্কা কাটানো কঠিন হত। পুলিশের তৎপরতায় টাকা ফেরত পেয়ে ফের নতুুুন উদ্যমে ব্যবসার স্বপ্ন ব্যবসায়ীর মনে। পুলিশের ভূমিকা জন্যও ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Malda, Malda News