সেবক দেবশর্মা, মালদহ: বেহাল রাস্তা নিয়ে বিভিন্ন মহলে বারবার সমস্যা জানিয়েও কোনও কাজ হয়নি বলে অভিযোগ। শেষে পঞ্চায়েত ভোটের প্রাক্কালে ঝাঁটা হাতে বিক্ষোভ মহিলাদের। শুধু বিক্ষোভ দেখানো নয়, গ্রামের পঞ্চায়েতে ভোট চাইতে গেলে জুটবে ঝাঁটাপেটা, এমনটাই হুঁশিয়ারি এলাকাবাসীর । এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম পঞ্চায়েতে। ওই এলাকার, বাগবাড়ি খোয়ার মোড় থেকে ৫২ বিঘা যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। সংস্কারের দাবি জানিয়েও কোনও লাভ হয়নি।
এলাকাবাসীদের অভিযোগ, এই বিষয়ে রাস্তা সংস্কারের জন্য জেলা প্রশাসন থেকে ব্লক প্রশাসনকে বহুবার বলা সত্ত্বেও কাজ হয়নি। প্রায় এক কিলোমিটার রাস্তা বেহাল হয়ে পড়ে রয়েছে । প্রতিনিয়ত চলাফেরা করতে দুর্ঘটনায় কবলে পড়তে হচ্ছে স্থানীয়দের। বিশেষ করে এলাকায় অসুস্থ এবং গর্ববতী মহিলাদের এই রাস্তা দিয়ে হাসপাতালে নিয়ে যেতে চরম অসুবিধার মধ্যে পড়তে হয় এলাকাবাসীদের। এই গ্রামের বাসিন্দারা কিছুদিন আগে একত্রিত হয়ে রাস্তা সংস্কারের দাবি জানিয়ে এলাকায় ভোট বয়কটের পোস্টার দিয়েছিলেন । অভিযোগ, তাতেও টনক নড়েনি প্রশাসনের।
আরও পড়ুন- শুরু হয়েছে সংস্কার ও সংরক্ষণ, নতুন করে সাজছে মালদহের ঐতিহাসিক পর্যটন কেন্দ্র আদিনা মসজিদ
ওই গ্রামের মহিলারা রাস্তার উপর দাঁড়িয়ে ঝাঁটা হাতে নিয়ে রাস্তা সংস্কারের দাবি নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ করেন। বিক্ষোভকারী গ্রামের মহিলাদের দাবি, ভোটের আগে রাস্তা সংস্কার না হলে কোনও রাজনৈতিক দলের নেতা- কর্মীরা ভোট চাইতে এলে, ঝাঁটাপেটা করে গ্রামছাড়া করা হবে। এদিকে বেহাল এই রাস্তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ঘটনায় তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিরোধী বিজেপি। অন্যদিকে, মালদহ জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন জানান, ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতে ৫২ বিঘা থেকে বাগবাড়ি যে রাস্তাটি খারাপ রয়েছে, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে । খুব দ্রুত যাতে এই রাস্তার কাজ শুরু হয় তা দেখা হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Malda, Malda News