হোম /খবর /উত্তরবঙ্গ /
জেলাশাসকের পরিদর্শনে হাঁড়ির হাল হাসপাতালে,ছেলে-মেয়ে একটাই টয়লেট, মাটিতেই রোগী

Malda News: পুরুষ ও মহিলারা একই টয়লেটে, মাটিতে দিনের পর দিন শুয়ে একাধিক রোগী, জেলাশাসকের হঠাৎ হাসপাতাল পরিদর্শন

হঠাৎ হাসপাতাল পরিদর্শনে জেলাশাসক

হঠাৎ হাসপাতাল পরিদর্শনে জেলাশাসক

Malda News: হাসপাতালে মেঝেতে ঠাঁই একাধিক রোগীর। একই শৌচাগার ব্যবহার করছেন পুরুষ ও মহিলারা। আচমকা পরিদর্শনে গিয়ে বেহাল দশা চাক্ষুষ জেলাশাসকের।

  • Share this:

মালদহ: পর্যাপ্ত শয্যার অভাবে হাসপাতালের মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন একাধিক রোগী। এ ছবি মালদহের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের। হাসপাতালে 'সারপ্রাইজ ভিজিটে' গিয়ে স্বচক্ষে বেহাল দশা দেখলেন মালদহের জেলাশাসক। মালদহের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনা।

চাঁচল মহকুমার ছয়টি ব্লকের মানুষের স্বাস্থ্য ব্যবস্থার একমাত্র বড় ভরসা চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল। ঝাঁ চকচকে ভবন থাকলেও এই হাসপাতালের পরিষেবা নিয়ে রোগী ও পরিজনের অভিযোগ দীর্ঘদিনের। এই হাসপাতালে হরিশ্চন্দ্রপুর, চাঁচল, মালতীপূর, রতুয়া সহ আরও বেশকয়েকটি ব্লকের মানুষ চিকিৎসা পরিষেবা নিতে আসেন।

হঠাৎ হাসপাতাল পরিদর্শনে জেলাশাসক হঠাৎ হাসপাতাল পরিদর্শনে জেলাশাসক

কিন্তু, আদৌ কি হাসপাতালে সঠিক পরিষেবা পাচ্ছেন রোগীরা? পরিস্থিতি খতিয়ে দেখতে আচমকা পরিদর্শনে মালদহের জেলাশাসক নীতিন সিংহানিয়া। পরিদর্শনে গিয়ে জেলাশাসক দেখেন, হাসপাতালের নানা ওয়ার্ডে জায়গার অভাবে মেঝেতেই শুয়ে আছে একাধিক রোগী। কেউ একদিন, কেউ দুদিন, কেউ আবার টানা তিন দিন ধরে হাসপাতালের মেঝেতে শুয়েই চিকিৎসা নিচ্ছেন বলে জানান রোগীর পরিজনেরা।

আরও পড়ুন -  Malda News: মাছ ধরতে গিয়ে নদীতে তলিয়ে বিপত্তি, মালদহে 'মর্মান্তিক' মৃত্যু দুই খুদে শিশুর

শুধু তাই নয়, হাসপাতালে শৌচালয়ের অবস্থা বেহাল দশা। দুর্গন্ধে টেকা যাচ্ছে না।  হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা সঠিক মানের নয়।হাসপাতালের সুপার সহ স্বাস্থ্য আধিকারিকদের দ্রুত সেইসব সমস্যা সমাধানের নির্দেশ দেন জেলাশাসক।

আরও পড়ুন - Hooghly News: ছেলে পারবে না বাবা-মায়ের সম্পত্তি রাখতে, তার কাছে থাকতে বৃদ্ধাশ্রমে মা-বাবা

এদিন পরিদর্শনে গিয়ে রোগীর পরিবার-পরিজনদের সঙ্গেও কথা বলেন জেলাশাসক। কোথা থেকে কি রোগের চিকিৎসার প্রয়োজনে এসেছেন। হাসপাতালে চিকিৎসা পরিষেবা কেমন হচ্ছে। জানতে চান জেলাশাসক। হাসপাতালে আলাদা শৌচালয় থাকলেও অপরিচ্ছন্নতা এতটাই যে, একই শৌচালয় পুরুষ ও মহিলারা ব্যবহার করতে বাধ্য হচ্ছেন বলে জেলাশাসককে জানান অনেকে।

এরপরই হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলাশাসক বলেন, হাসপাতালে রোগীর চাপ যথেষ্টই বেশি। এখানে শয্যা সংখ্যা বাড়ানোর প্রয়োজন রয়েছে। মুখ্য স্বাস্থ্য আধিকারিককে এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। হাসপাতালে পরিষেবার মান আগের থেকে বাড়লেও এখনও আরও উন্নয়নের সুযোগ রয়েছে। এজন্য কর্তৃপক্ষকে বলা হয়েছে বলে জানান জেলাশাসক। হাসপাতাল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন মালদহের মুখ্য স্বাস্থ্য আধিকারিক পাপড়ি নায়েক, অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরী প্রমুখ পদস্থকর্তা।

Sebak DebSarma
Published by:Debalina Datta
First published:

Tags: Hospital, Malda