হোম /খবর /উত্তরবঙ্গ /
ফুলহার নদীর বালি কেটে পাচার হয়ে যাচ্ছে বিহারে, মালদায় সক্রিয় মাফিয়া চক্র

Malda News: ফুলহার নদীর বালি কেটে পাচার হয়ে যাচ্ছে বিহারে, মালদায় সক্রিয় মাফিয়া চক্র

এদিকে নদীর বালি ও মাটি কেটে পাচারের ঘটনাা নিয়ে শুরু হয়েছে শাসকবিরোধী চাপানউতোর। বিজেপির জেলা নেতা কিষান কেডিয়ার দাবি, শাসকদলের মদত ছাড়া এভাবে প্রকাশ্যে পাচার চক্র সক্রিয় হতে পারে না। শাসকদলের মদত রয়েছে বলেই এক্ষেত্রে প্রশাসন কিছু করছে না বলে অভিযোগ তাঁর।

আরও পড়ুন...
  • Share this:

মালদহ: মালদহে ফুলাহার নদী থেকে প্রকাশ্যে বালি এবং মাটি কেটে পাচার হয়ে যাচ্ছে প্রতিবেশী রাজ্য বিহারে। পুলিশ ও প্রশাসনের চোখ এড়িয়ে সক্রিয় বালি ও মাটি মাফিয়াচক্র। মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর- ২ নম্বর ব্লকের অন্তর্গত খিদিরপুর এলাকার বাঙালি পাড়া দিয়ে বয়ে গিয়েছে ফুলহার নদী। শীতকালে এই নদীর জল অনেকটাই শুকিয়ে যায়। শুMalda News: ফুলহার নদীর বালি কেটে পাচার হয়ে যাচ্ছে বিহারে, মালদায় সক্রিয় মাফিয়া চক্রকিয়ে যাওয়া নদীর চরে রাস্তা তৈরি করে সেখান থেকেই চলছে বালি ও মাটি বোঝাই ট্রাক্টরের যাতায়াত। গোটা ঘটনায় স্থানীয় পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

অভিযোগ, শুকিয়ে যাওয়া নদীর বক্ষ থেকে প্রশাসনের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে দেদার বালি ও মাটি কাটার কাজ। ফুলহার নদীর অন্য পাড়ে প্রতিবেশী রাজ্য বিহার। অভিযোগ, মাটি ও বালি কেটে ট্রাক্টরে বোঝাই হয়ে তা চলে যাচ্ছে বিহারে। সেখানে চড়া দামে বিক্রি হচ্ছে এরাজ্যের মাটি ও বালি।

আরও পড়ুন: টাকা দিয়ে বাম বিধায়ক কিনেছিলেন, সাগরদিঘির সভা থেকে এ কী বললেন শুভেন্দু!

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মালদহে হরিশ্চন্দ্রপুরে ফুলহার নদীর মাটি ও বালি কেটে ভিন রাজ্যে পাচার হওয়ার ঘটনা সবই জানে পুলিশ, প্রশাসন, এমনকি ভূমি ও ভূমি সংস্কার দফতর। এরপরেও ধরপাকড় অভিযান বা মাটি ও বালি পাচার বন্ধে কার্যকরী কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এ নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে। বেশ কিছুদিন আগেই অবৈধভাবে নদীর মাটি কাটা রুখতে বিডিও, আইসি এবং ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিককে নিয়ে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু তার পরেও পরিস্থিতি বদলায়নি এতটুকু। বলছেন সাধারণ মানুষ।

আরও পড়ুন: সাংসদ হিসাবে জনপ্রিয় হয়ে উঠছিলেন বলেই ছাঁটা হয়েছিল ডানা, আবারও বিস্ফোরক দাবি শুভেন্দুর

এদিকে নদীর বালি ও মাটি কেটে পাচারের ঘটনাা নিয়ে শুরু হয়েছে শাসকবিরোধী চাপানউতোর। বিজেপির জেলা নেতা কিষান কেডিয়ার দাবি, শাসকদলের মদত ছাড়া এভাবে প্রকাশ্যে পাচার চক্র সক্রিয় হতে পারে না। শাসকদলের মদত রয়েছে বলেই এক্ষেত্রে প্রশাসন কিছু করছে না বলে অভিযোগ তাঁর।

যদিও বিজেপির অভিযোগ মানতে নারাজ তৃণমূল জেলা সাধারণ সম্পাদক জম্মু রহমান। তিনি পাল্টা বলেন, "এক্ষেত্রে রাজনীতি কোনও বিষয় নয়। যারা অবৈধভাবে নদী থেকে মাটি বা বালি কাটবে, তারা তৃণমূলের কেউ নন। প্রশাসন পদক্ষেপ করুক, এটা তৃণমূলেরও দাবি।"

Published by:Satabdi Adhikary
First published:

Tags: Malda, Malda News