মালদহ: প্রায় নয় মাস আগে ফলক বসিয়ে রাস্তার কাজের সূচনা হয়। অন্তত ছয় মাস আগে জবর দখলকারীদের সরিয়ে ফাঁকা করা হয় এলাকা। আর এখন, বরাদ্দ টাকা নয়ছয়-এর আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। কারণ, শিলান্যাসই সার, শুরুই হয়নি রাস্তার কাজ।
মালদহের সামসিতে ৮১ নম্বর জাতীয় সড়ক থেকে সামসি রেল স্টেশনের সংযোগকারী রাস্তা নতুন করে তৈরির পরিকল্পনা নেওয়া হয় প্রায় বছরখানেক আগেই। গত বছরের জুন মাসে ঘটা করে প্রকল্পের শিলাান্যাস করা হয়। বসানো হয় ফলক। প্রায় ৩০০ মিটার রাস্তা তৈরির জন্য বরাদ্দ করা হয় ৩৭ লক্ষ টাকারও বেশি। অনলাইন টেন্ডার প্রক্রিয়া শুরু হয়। এরপর দুর্গাপুজোর আগে রাস্তা চওড়া করার জন্য দুইপাশের কিছু ব্যবসায়ী এবং জবরদখলকারীকে সরিয়েও দেওয়া হয়। কিন্তু ওই পর্যন্তই। আজ পর্যন্ত একদিনের জন্যে রাস্তার কাজ শুরু করা হয়নি। স্থানীয় বাসিন্দাদের একাংশের আশঙ্কা এরপর যেকোনও দিন হয়ত রাতের অন্ধকারে প্রকল্পের ফলকই উধাও হয়ে যাবে।
আরও পড়ুন: বিছানার চাদরে টয়লেটের থেকেও বেশি ব্যাকটেরিয়া! কত দিন অন্তর বদলাবেন বেডশিট?
মালদহের সামসি রেলস্টেশন থেকে ৮১ নম্বর জাতীয় সড়ক পর্যন্ত রাস্তাটি অত্যন্ত ব্যস্তবহুল ও গুরুত্বপূর্ণ। শুধু রেলযাত্রীরা নয়, এলাকায় দোকান, বাজারের জন্য প্রতিদিন যাতায়া়ত রয়েছে অসংখ্য মানুষের। আবার লাগোয়া হাইস্কুল থাকায়় ছাত্রছাত্রীরা নিয়মিত এই রাস্তা পেরিয়ে যাতায়াত করে। প্রশাসন রাস্তা সংস্কারে উদ্যোগী হওয়ায় অত্যন্ত খুশি হয়েছিলেন মানুষজন। কিন্তু, কাজ না হওয়ায় এখন ধৈর্যের বাঁধ ভাঙছে। এমনকি মঙ্গলবার এলাকায় বিক্ষোভ, অবরোধ পর্যন্ত করেছেন স্থানীয় ব্যবসায়ী থেকে বাসিন্দারা।
জানা গিয়েছে, ১০০ দিনের কাজের প্রকল্পে মালদা জেলা পরিষদের উদ্যোগে গুরুত্বপূর্ণ ওই রাস্তার সংস্কার কাজ হাতে নেওয়া হয়। প্রায় ৩০০ মিটার লম্বা এবং ১৬ ফুট চওড়া রাস্তা হওয়ার কথা ছিল। কিন্ত, একশো দিনের প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ আটকে যাওয়ায় রাস্তা তৈরির কাজ একচুলও এগোয়নি।
আরও পড়ুন: ৩ শিশুর মৃত্যুর পর টনক নড়ল প্রশাসনের! বালাসনের বালিচুরি রুখতে নয়া পদক্ষেপ, বসছে চেকপোস্ট
সমস্যা স্বীকার করেছেন মালদা জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন। বিকল্প অন্য কোনও তহবিল থেকে অর্থের সংস্থান করে রাস্তা সংস্কারের আশ্বাস দিয়েছেন মালদহের সভাধিপতি। ইতিমধ্যেই ওই রাস্তা সংস্কারের জন্য উত্তরবঙ্গ উন্নয়ন সহ একাধিক পরিকল্পনায় প্রস্তাব পাঠানো হয়েছে বলে দাবি সভাধিপতির।
সেবক দেবশর্মা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।