হোম /খবর /উত্তরবঙ্গ /
অন্তঃসত্ত্বা স্ত্রীর শরীরে ফুটন্ত জল ঢেলে নৃশংস অত্যাচার স্বামীর

Malda News: অন্তঃসত্ত্বা স্ত্রীর শরীরে ফুটন্ত জল ঢেলে নৃশংস অত্যাচার স্বামীর

ঘটনায় গ্রেফতার অভিযুক্ত স্বামী

  • Share this:

মালদহ: বিয়ের পর থেকেই পারিবারিক অশান্তি লেগে থাকত। দাম্পত্য কলহের জেরে প্রায়ই বধূকে নির্যাতন করা হত বলেও অভিযোগ। কিন্তু, এমন নৃশংস অত্যাচারও হতে পারে ! প্রিয়জনের ওপর এমন অত্যাচার চালাতে পারে কেউ ? অশান্তির জেরে অন্তঃসত্ত্বা স্ত্রীর শরীরে ফুটন্ত কড়াইয়ের জল ঢেলে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে । মালদহের হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইসলামপুর গ্রামের ঘটনা। টুম্পা সাহা নামে ওই বধূর চিৎকারে ছুটে আসেন স্থানীয় পাড়া-প্রতিবেশীরা । স্থানীয়রাই তাঁকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করান। ঘটনার পর এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত স্বামী । কিন্তু তাতে লাভ হয়নি। ক্ষিপ্ত বাসিন্দারা তাড়া করে ধরে ফেলেন তাকে । এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মেয়ের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম দুলাল সাহা। শুধু প্রতিবেশীরাই নন,  দুলালের কাণ্ডে ক্ষুব্ধ তার আত্মীয়দেরও একাংশ।  স্থানীয়দের ক্ষোভ কার্যত মাত্রাছাড়া। ধৃত স্বামী জামিন পাওয়ার পরও ওই বধূ না চাইলে দুলালকে এলাকায় ঢুকতে দেওয়া হবে না বলেও হুমকি দিয়েছেন বাসিন্দারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে , চার বছর আগে মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইসলামপুর গ্রামে দুলালের সঙ্গে বিয়ে হয় বিহারের আমদাবাদের বাসিন্দা টুম্পার। তার দুই শিশুপুত্র রয়েছে। এছাড়া তিন মাসের অন্তঃসত্ত্বাও টুম্পা । বিয়ের পর থেকেই টুম্পাকে শাশুড়ি ও স্বামী নানাভাবে নির্যাতন করতেন বলে অভিযোগ। এদিন তা আরও বাড়তি মাত্রা পায়। বাড়িতে রান্নার জন্য কড়াইয়ে জল ফোটানো হচ্ছিল। সেইসময় শাশুড়ি ও স্বামীর সঙ্গে বিবাদ বাঁধে স্ত্রীর। এরপরে ফুটন্ত কড়াইয়ের জল পেছন থেকে তাঁর শরীরে ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত স্বামীকে। আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Published by:Rukmini Mazumder
First published:

Tags: Malda