মালদহ: সামান্য খিচুড়ি নিয়ে বিবাদ। আর এর জেরেই রক্তারক্তি কাণ্ড ঘটল মালদহের মোথাবাড়িতে। কুপিয়ে খুনের চেষ্টা করা হয় মহিলাকে। প্রতিবেশীদের হাতেই আক্রান্ত মহিলা। আইসিডিএস সেন্টারে খিচুড়ি দেওয়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশী মহিলার মধ্যে বিবাদের সূত্রপাত। বচসা, গোলমাল গড়ায় পারিবারিক বিবাদে।
প্রতিবেশীরা পুরুষ শূন্য বাড়িতে ঢুকে মহিলাকে মারধর এমনকী, ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এই ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় মালদহের মোথাবাড়ির শ্রীপুর কলোনি এলাকায়। জানা গিয়েছে, শিশুদের জন্য আই সি ডি এস সেন্টারে খিচুড়ি দেওয়াকে কেন্দ্র করে দুই মহিলার মধ্যে বিবাদ বাঁধে। প্রতিবেশী দুই মহিলা দৈনিক আই সি ডি এস সেন্টারে খিচুড়ি নিতে যান। মঙ্গলবার আই সি ডি এস সেন্টারে খিচুড়ি কম দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন আক্রমণকারী পরিবারের মহিলা। সেই সময় আই সি ডি এস কর্মীর পক্ষ নেন আক্রান্ত গুড্ডি বিবি। তিনি জানান, নিয়মিত আই সি ডি এস সেন্টার থেকে ঠিকঠাক খিচুড়ি পান। এই নিয়ে আই সি ডি এস সেন্টারেই দুই মহিলার মধ্যে জোর তর্ক-বিতর্ক চলে।
আরও পড়ুন- উৎসাহ কম চাষীদের, দুয়ারে গিয়ে সহায়ক মূল্যে ধান কিনবে সমবায় সমিতিগুলি
গুড্ডি বিবি কেন আই সি ডি এস কর্মীর পক্ষে সওয়াল করেছেন? তা নিয়ে কৈফিয়ত চান অভিযোগকারী মহিলা। বচসা, গোলমালের পর দু’জনেই বাড়ি চলে যান। তখনকার মতো ঝামেলা মিটেও যায়। কিন্তু, ওই গোলমালের সূত্র ধরে রাতে গুড্ডি বিবির বাড়িতে চড়াও হয় প্রতিবেশী পরিবারের পুরুষেরা। মারধরের পর ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয়। সেইসময় আক্রান্তের বাড়িতে কোনও পুরুষ মানুষ ছিলেন না। মহিলার চিৎকার শুনে অন্যান্য প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্তরা গা ঢাকা দেয়। আক্রান্তকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে। পরে অবস্থার অবনতি হলে তাঁকে স্থানান্তর করা হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
আরও পড়ুন- সারা বছর কড়াইশুঁটির কচুরি খেতে চান! মটর সংরক্ষণ করে রাখুন এই উপায়ে
বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন ওই মহিলা। খুনের চেষ্টার ঘটনায় হামলাকারী মোজাহার শেখ, টানু শেখ-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। মোথাবাড়ি থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্ত ও তাঁর পরিবার। ঘটনার তদন্তে নেমে মোজাহার শেখ-সহ আরও এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজ চলছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Malda, Malda News