মালদহ: তিন বছরের প্রতীক্ষার অবসান। অবশেষে বৃহস্পতিবার থেকে মালদহের মহদীপুর সীমান্ত দিয়ে শুরু হল ভারত- বাংলাদেশের লোক যাতায়াত। করোনা আবহে ২০২০ সালের ১৫ই মার্চ মহদিপুর ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর থেকেই মহদিপুর সীমান্ত দিয়ে মানুষের যাতায়াত নিষিদ্ধ করা হয়। করোনা নিয়ন্ত্রণে আসার পর বছরখানেক আগেই মালদহের মহদীপুর সীমান্ত দুই দেশের বাণিজ্যের জন্য চালু করে দেওয়া হয়েছিল।
শুরু হয়েছিল দু'দেশের আমদানি- রফতানি বাণিজ্য। কিন্তু, এতদিন মানুষের যাতায়াত বন্ধই ছিল। দীর্ঘদিন ধরে এনিয়ে সরব হয়েছিলেন দু'দেশের ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ। শেষ পর্যন্ত ঢাকা ও দিল্লির ছাড়পত্র মেলে। এর ফলে দু'দেশের ব্যবসায়ী, পড়ুয়া, পর্যটক, চিকিৎসা করাতে আসা লোকজন বিশেষভাবে উপকৃত হবেন। আজ বৃহস্পতিবার মালদহের মহদীপুর স্থলবন্দরকে যাত্রী পারাপারের জন্য পুনরায় চালু করা হল। এদিন দুপুরে মহদিপুর স্থলবন্দরের প্রবেশপথে ফিতে কেটে আনুষ্ঠানিক যাতায়াতের সূচনা করা হয়।
এই উপলক্ষে জিরো পয়েন্টে আয়োজিত অনুষ্ঠানে হাজির ছিলেন দুই দেশের আধিকারিক, আমদানি ও রফতানি ব্যবসায়ী, বিএসএফ এবং বর্ডার গার্ডস বাংলাদেশের প্রতিনিধিরা। দু'দেশের আধিকারিকস্তরে এদিন উচ্চপর্যায়ের বৈঠক হয় মহদীপুরে। জানা গিয়েছে, এদিন থেকেই পাসপোর্ট নিয়ে দু'দেশের মধ্যে বৈধ যাতায়াতকারীরা মহদীপুর স্থলবন্দর ব্যবহার করতে পারবেন। এতদিন মালদহ বা আশপাশের জেলার মানুষকে বাংলাদেশে যাতায়াত করতে হলে হিলি অথবা ঘোজাডাঙ্গা সীমান্ত পথ ব্যবহার করতে হত।
এবার মহদীপুর সীমান্ত পেরিয়েই বৈধ পাসপোর্ট ও ভিসা দেখিয়ে দু'দেশের মানুষ যাতায়াত করতে পারবেন। প্রশাসনিক সূত্রে খবর, মহদীপুর স্থলবন্দর ফের পূর্ণমাত্রায় চালু হওয়াতে দু'দেশের সাধারণ মানুষ থেকে পর্যটন, চিকিৎসা প্রার্থী থেকে আমদানি- রফতানি বাণিজ্যের সঙ্গে যুক্তরা বিশেষভাবে উপকৃত হবেন।
আরও পড়ুন, 'আপনজন' হারা বর্তমান SSC! কোথায় তাঁরা, খোজ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু
আরও পড়ুন,'ভুয়ো' কাস্ট সার্টিফিকেট দেখিয়েও SSC-তে চাকরি! রাজ্যকে তীব্র ভর্ৎসনা আদালতের
এদিনের অনুষ্ঠানে রাজশাহীতে নিযুক্ত ভারতীয় অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার মনোজ কুমার, মালদহের অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরী, বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এবং মালদহের আমদানি- রপ্তানিকারক ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Malda