মালদহ: চিকিৎসায় গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ মালদহে। আড়াই বছরের শিশুকে হাসপাতালে ভর্তি না করে ওষুধ দিয়ে বাড়ি ফিরিয়ে দেওয়ার অভিযোগ। বাড়ি ফিরে ঘণ্টাখানেকের মধ্যেই অবস্থার অবনতি। হাসপাতালে ফিরিয়ে নিয়ে যাওয়া হলে শিশুটিকে 'মৃত' বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মালদহের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের ঘটনা।
মৃত বিষ্ণু দাস নামের শিশুটি হরিশ্চন্দ্রপুরের রামরাই এলাকার বাসিন্দা। ওই শিশুর মা মালা রায় হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য। শিশুর পরিবার সূত্রের দাবি, কদিন ধরেই পেটে সমস্যা হচ্ছিল বিষ্ণুর। পেট ফুলে যাওয়ার বিষয়টিও লক্ষ্য করেন পরিবারের লোকজন। চিকিৎসার জন্য তাঁরা শিশুটিকে নিয়ে যান হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে।
আরও পড়ুন: রক্তারক্তি কাণ্ড! হাঁসুয়া দিয়ে বাবাকেই একের পর এক কোপ, তারপর...
মৃত শিশুর পরিবারের দাবি, সেই সময় কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে ইনজেকশন এবং কিছু ওষুধ দিয়ে বাড়ি নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এমনকী, পরিবারের তরফে অনুরোধ করা হলেও, শিশুটিকে হাসপাতালে ভর্তি নেওয়া হয়নি বলে অভিযোগ।
কর্তব্যরত চিকিৎসকের কথামতো ওষুধ নিয়ে বাড়ি চলে যায় ওই পরিবার। কিন্তু, ইনজেকশন আর ওষুধ দেওয়ার পরে ঘণ্টাখানেকের ব্যবধানে পরিস্থিতি সংকটজনক হয়ে ওঠে। তড়িঘড়ি ফের হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিশুটিকে। তখন তাঁকে মৃত বলে ঘোষণা করেন উপস্থিত চিকিৎসক।
আরও পড়ুন: 'কাউকে গার্ড দিতে যাবে না তৃণমূল', চন্দন মণ্ডলের গ্রেফতারিতে প্রতিক্রিয়া কুণালের
মৃতের পরিবারের অভিযোগ, সঠিক সময়ে ভর্তি নেওয়া হলে হয়ত বাঁচানো যেত শিশুকে। এভাবে অকালে প্রাণ যেত না। কিন্তু, তা করেননি কর্তব্যরত চিকিৎসক। এদিকে ওই শিশুকে যখন হাসপাতালে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়, তখন চিকিৎসকের ডিউটিতেও বদল ঘটে। সেই সময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বলেন, "দ্বিতীয়বার যে সময় শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, তখন মৃত অবস্থাতেই আনা হয়েছিল। অক্সিজেন, ইসিজি ইত্যাদি করে চেষ্টা চালিয়েও আর বাঁচানো যায়নি।" তবে চিকিৎসার গাফিলতিতে শিশুটির মৃত্যু হয়েছিল কি না, সে নিয়ে অবশ্য মন্তব্য করতে চাননি হাসপাতাল কর্তৃপক্ষ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Maldah, Maldah news