হোম /খবর /উত্তরবঙ্গ /
চালককে মাদক খাইয়ে বেহুঁশ, ছিনতাই...টোটো পাচার চক্রের চাঁই গ্রেফতার মালদহে

Malda: চালককে মাদক খাইয়ে বেহুঁশ, ছিনতাই...আন্তঃরাজ্য টোটো পাচার চক্রের চাঁই গ্রেফতার মালদহে

যাত্রী সেজে প্রথমে টোটো ভাড়া, তারপর চালককে বেহুঁশ করে ছিনতাই করা হত টোটো।

  • Share this:

মালদহ: আন্তঃরাজ্য টোটো ছিনতাই ও পাচার চক্রের চাঁই গ্রেফতার মালদহে। উত্তর দিনাজপুর ও মালদহ পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার অভিযুক্ত। ধৃত এজাবুল শেখ মালদহের চাঁচোলের জালালপুর গ্রাম পঞ্চায়েতের ডাহুকা গ্রামের বাসিন্দা। জানা  গিয়েছে, দিন কয়েক আগে উত্তর দিনাজপুরের ইটাহারে যাত্রীর ছদ্মবেশে টোটো ভাড়া করে চালককে মাদক খাইয়ে বেহুঁশ ও টোটো ছিনতাইয়ের অভিযোগ ধৃত এজাবুলের বিরুদ্ধে। এই ঘটনার তদন্তে নামে উত্তর দিনাজপুর পুলিশ। যোগাযোগ করা হয় মালদহ পুলিশের সঙ্গে। এরপর মালদহের চাঁচল থানার পুলিশের সাহায্য নিয়ে এজাবুলকে গ্রেফতার করা সম্ভব হয়। ধৃতকে সোমবার মালদহ চাঁচোল আদালতে পেশ করে পুলিশ।  আরও জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেওয়া হবে। তাকে জেরা করে ইটাহারে ছিনতাই হওয়া টোটোটি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আগেও এজাবুলের বিরুদ্ধে একাধিক টোটো চুরির অভিযোগ রয়েছে।

মালদহ-সহ আশেপাশের জেলায় টোটো চুরি ও ছিনতাই এর গ্যাং চালায় এজাবুল। মালদহ ও আশেপাশের জেলা থেকে চুরি করা টোটো পাচার করে দেওয়া হয় বিহার ও ঝাড়খণ্ডে। ভিন রাজ্যের টোটো পাচারের ক্ষেত্রেও অন্যতম কিং পিন এজাবুল, এমনটাই জানতে পেরেছে পুলিশ।  তবে এজাবুলের গ্রেফতারই শেষ কথা নয়। তার সঙ্গীর খোঁজ চালাচ্ছে পুলিশ। তার সঙ্গে গ্যাং অপারেশনে আরও কতজন কাজ করে, এই দলটি কতদিন ধরে সক্রিয়, এ পর্যন্ত কতগুলি টোটো চুরি করা হয়েছে- এমন নানা প্রশ্নের উত্তর পেতে চাইছেন তদন্তকারীরা।

পুলিশ জানিয়েছে, ধৃত এজাবুলকে জেরা করে আরও তথ্য পাওয়ার চেষ্টা করা হচ্ছে। গত কয়েক মাসে মালদহের একাধিক থানায় টোটো চুরির অভিযোগ জমা পড়েছে। বহু ক্ষেত্রেই চোরাই টোটো উদ্ধার করা সম্ভব হয়নি। ওইসব টোটোগুলি চুরির ঘটনায় এজাবুলের গ্যাং জড়িত কিনা, তাও খতিয়ে দেখা হবে। তবে, মালদহ, মুর্শিদাবাদ এবং দুই দিনাজপুর জেলায় এজাবুলের সঙ্গীরা সক্রিয় এমনটা একরকম নিশ্চিত পুলিশ।

Published by:Rukmini Mazumder
First published:

Tags: Malda