মালদহ: পাঁচ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে এল না মালদহের বাজির দোকানের আগুন৷ ইতিমধ্যেই আগুনে ঝলসে ২ জনের মৃত্যু হয়েছে৷ এই নিয়ে গত সাত দিনে রাজ্যে বাজি বানাতে গিয়ে বা মজুত বাজিতে আগুন লেগে ১৬ জনের মৃত্যু হল৷ পুরসভার ঘিঞ্জি বাজারের মধ্যে কীভাবে বাজির দোকান চালানোর অনুমতি মিলল, সেই প্রশ্ন উঠছে৷
এ দিন ভোর ৬টা নাগাদ ইংরেজবাজারের রথবাড়ি এলাকার নেতাজি পুর বাজারের ভিতরে এই বাজির দোকানে প্রথম আগুন নজরে আসে৷ মজুত করা বাজিতে পর পর বিস্ফোরণ ঘটতে থাকে৷ এলাকায় ছড়িয় পড়ে আতঙ্ক৷ আশেপাশের বেশ কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে৷ সবমিলিয়ে ১৫ থেকে ২০টি দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে৷
দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের কাজ চালাচ্ছে৷ আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও তা পুরোপুরি নেভাতে আরও বেশ কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন দমকল কর্মীরা৷ আগুন নেভাতে গিয়ে এক দমকল কর্মীও অসুস্থ হয়ে পড়েন৷ তবে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর দাবি, ওই দোকানের ট্রেড লাইসেন্স ছিল৷
গত মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের এগরায় বাজি তৈরির সময় বিস্ফোরণে ১১ জনের মৃত্যু হয়৷ গত রবিবার রাতে দক্ষিণ চব্বিশ পরগণার বজবজে বাজি থেকে বিস্ফোরণে ৩ জনের মৃত্যু হয়৷ এর পর মালদহতেও ২ জনের প্রাণ গেল৷
যদিও পর পর বাজির বিস্ফোরণের ঘটনায় অন্য প্রশ্ন তুলছেন বিরোধীরা৷ সিপিএম নেতা সুজন চক্রবর্তী, বিজেপি নেতা রাহুল সিনহার অভিযোগ, শুধু বাজি নয়, জেলায় জেলায় পঞ্চায়েত ভোটের আগে মজুত করে রাখা বোমার মশলাতেই বিস্ফোরণ ঘটছে৷ যদিও বিরোধীদের যাবতীয় অভিযোগ খারিজ করে দিয়েছে শাসক দল৷ তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের দাবি, বাজি শিল্পের সঙ্গে লক্ষ লক্ষ মানুষের জীবিকা জড়িয়ে৷ ফলে সবদিক বিবেচনা করেই পদক্ষেপ করতে হবে সরকারকে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Malda