হোম /খবর /উত্তরবঙ্গ /
মালদহ ডিভিশনের ১৫-সহ রাজ্যের ৯৪ স্টেশনের আধুনিকীকরণের প্রকল্প রেলের

Malda News: মালদহ ডিভিশনের ১৫-সহ রাজ্যের ৯৪ স্টেশনের আধুনিকীকরণের প্রকল্প রেলের

মালদহ ডিভিশনে ১৫-সহ রাজ্যের ৯৪ স্টেশনের আধুনিকীকরণের প্রকল্প রেলের

মালদহ ডিভিশনে ১৫-সহ রাজ্যের ৯৪ স্টেশনের আধুনিকীকরণের প্রকল্প রেলের

'অমৃত ভারত স্টেশন স্কিমে' ঢেলে সাজানো হবে বিভিন্ন স্টেশন, বাড়ানো হবে সুযোগ-সুবিধা।

  • Share this:

সেবক দেবশর্মা, মালদহ: রেল যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সুযোগ-সুবিধা বাড়াতে নয়া উদ্যোগ রেলের। যার মাধ্যমে উপকৃত হবেন এ রাজ্যের বিপুল সংখ্যক রেলযাত্রী। ঢেলে সাজানো হবে পশ্চিমবঙ্গের একাধিক রেল স্টেশন। ‘অমৃত ভারত স্টেশন স্কিম’-এর আওতায় রাজ্যের ৯৪টি স্টেশনকে আধুনিকীকরণ ও সুযোগ-সুবিধা বৃদ্ধির আওতায় আনছে ভারতীয় রেল। এর মধ্যে রয়েছে মালদহ টাউন স্টেশন-সহ মালদহ ডিভিশনের ১৫টি রেলস্টেশন।

সারা দেশে ১২৭৫ রেলস্টেশন এই প্রকল্পের আওতায় রয়েছে। যার মধ্যে ৯৪ টি রাজ্যের স্টেশন। পশ্চিমবঙ্গের যেসব গুরুত্বপূর্ণ স্টেশন এই প্রকল্পের আওতায় এসেছে তার মধ্যে রয়েছে, আলিপুরদুয়ার জংশন, আলুয়াবাড়ি রোড, অন্ডাল জংশন, আসানসোল জংশন, আজিমগঞ্জ, বালি, ব্যান্ডেল জংশন, বনগাঁ জংশন, বাঁকুড়া, বর্ধমান, ব্যারাকপুর, বহরমপুর কোর্ট, বিষ্ণুপুর, বোলপুর শান্তিনিকেতন, চন্দননগর, ডালখোলা, ডানকুনি, ধুপগুড়ি, দিঘা, দিনহাটা, দমদম, হলদিয়া, হলদিবাড়ি, হাওড়া, জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, ঝাড়গ্রাম, কল্যাণী জংশন, কাটোয়া জংশন, খাগড়াঘাট রোড, খড়্গপুর, কলকাতা, কৃষ্ণনগর সিটি, মালদহ টাউন, মালদহ কোর্ট, মেদিনীপুর, নবদ্বীপ ধাম, নৈহাটি, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি, নিউ মাল জংশন, পাঁশকুড়া জংশন, পুরুলিয়া জংশন, শিয়ালদহ, শালিমার, শান্তিপুর, শেওড়াফুলি, সিউড়ি, তমলুক, তারকেশ্বর, উলবেড়িয়ার মতো আরও একাধিক স্টেশন।

আরও পড়ুন- এপ্রিলেই বছরের প্রথম সূর্যগ্রহণ! রইল দিন-ক্ষণ-সময়, এই সব রাশির জাতক-জাতিকাদের সতর্ক থাকতে হবে

রেল সূত্রে খবর, স্টেশনের অবস্থান, স্টেশনের গুরুত্ব, স্টেশন ব্যবহার করে চলাচলকারী ট্রেনের পরিমাণ, যাত্রী সংখ্যা- এমন নানাদিক খতিয়ে দেখে অমৃত ভারত স্টেশন স্কিমে স্টেশন গুলিকে বাছাই করা হয়েছে। ইতিমধ্যেই এই উন্নয়নের কাজের জন্য বিভিন্ন জোনভিত্তিক আর্থিক বরাদ্দও করেছে রেল। ইতিমধ্যেই লোকসভায় এনিয়ে তথ্য জানিয়েছেন রেলমন্ত্রী।জানা গিয়েছে, অমৃত ভারত স্টেশন স্কীমে যেসব কাজ হবে তার মধ্যে রয়েছে স্টেশনের আধুনিকীকরণ, মান উন্নয়ন, স্টেশনের রক্ষণাবেক্ষণ। পাশাপাশি, যাত্রী স্বাচ্ছন্দ বৃদ্ধির বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে এই প্রকল্পের আওতায়। সব মিলিয়ে উপকৃত হবেন এ রাজ্যের লক্ষ লক্ষ রেলযাত্রী।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Malda, Malda News