হোম /খবর /উত্তরবঙ্গ /
ভিড়ে ঠাসা ট্রেনে হঠাৎ গলগল করে ধোঁয়া, চরম আতঙ্ক মালদহে! আটকে গেল বন্দে ভারতও

Malda train fire: ভিড়ে ঠাসা ট্রেনে হঠাৎ গলগল করে ধোঁয়া, চরম আতঙ্ক মালদহে! আটকে গেল বন্দে ভারতও

মালদহে ট্রেনে আগুন৷

মালদহে ট্রেনে আগুন৷

রেল সূত্রে খবর, এ দিন বিকেলে কাটিহার থেকে মালদহ ফেরার পথে প্যাসেঞ্জার ট্রেনটির একটি কামরার নীচের অংশ থেকে ধোঁয়া বেরোতে দেখেন যাত্রীরা৷

  • Share this:

মালদহ: মালদহে চলন্ত ট্রেনে আগুন৷ আতঙ্কে ছোটছুটি শুরু করে দিলেন যাত্রীরা৷ যদিও রেল পুলিশ এবং যাত্রীদের তৎপরতাতেই আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে৷ অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটেছে কাটিহার-মালদহ প্যাসেঞ্জার ট্রেনে৷

রেল সূত্রে খবর, এ দিন বিকেলে কাটিহার থেকে মালদহ ফেরার পথে প্যাসেঞ্জার ট্রেনটির একটি কামরার নীচের অংশ থেকে ধোঁয়া বেরোতে দেখেন যাত্রীরা৷ ট্রেনটি সেই সময় মালাহার স্টেশনে ছিল৷ ওই অবস্থাতেই ট্রেনটি সামসি স্টেশনে পৌঁছয়৷ ইঞ্জিনের ঠিক পিছনের কামরাতেই এই ঘটনা ঘটে৷ চিৎকার চেঁচামেচি শুনে সামসি স্টেশনে ট্রেনটিকে থামান চালক৷

আরও পড়ুন: মুর্শিদাবাদে ‘মীরজাফর’কে খোঁচা মমতার…! তুমুল শোরগোল! ১০০ কোটি বরাদ্দ ঘোষণাও মুখ্যমন্ত্রীর!

এর পরে ট্রেন এবং স্টেশনে থাকা অগ্নিনির্বাপন যন্ত্র দিয়েই আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন রেলকর্মী ও যাত্রীরা৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের উচ্চপদস্থ কর্তারা৷ ট্রেনটিকে পরীক্ষা করে দেখেন তাঁরা৷

এ দিকে প্যাসেঞ্জার ট্রেনে আগুনের ঘটনায় বেশ কয়েকটি ট্রেন আটকে যায়৷ ভালুকা স্টেশনে আটকে পড়ে নিউ জলপাইগুড়ি থেকে হাওড়াগামী ডাউন বন্দে ভারত এক্সপ্রেস৷

অগ্নিকাণ্ডের ঘটনায় ট্রেনের কোনও যাত্রীরা সুরক্ষিত থাকলেও ট্রেন আটকে গিয়ে ভোগান্তি হয় যাত্রীদের৷ যদিও কয়েকজন যাত্রীর অবশ্য দাবি, তাড়াহুড়ো করে ট্রেন থেকে নামতে গিয়ে বেশ কয়েকজনের ছোটখাটো আঘাত লেগেছে।

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Indian Railways, Malda, Vande Bharat