মালদহ: মালদহে চলন্ত ট্রেনে আগুন৷ আতঙ্কে ছোটছুটি শুরু করে দিলেন যাত্রীরা৷ যদিও রেল পুলিশ এবং যাত্রীদের তৎপরতাতেই আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে৷ অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটেছে কাটিহার-মালদহ প্যাসেঞ্জার ট্রেনে৷
রেল সূত্রে খবর, এ দিন বিকেলে কাটিহার থেকে মালদহ ফেরার পথে প্যাসেঞ্জার ট্রেনটির একটি কামরার নীচের অংশ থেকে ধোঁয়া বেরোতে দেখেন যাত্রীরা৷ ট্রেনটি সেই সময় মালাহার স্টেশনে ছিল৷ ওই অবস্থাতেই ট্রেনটি সামসি স্টেশনে পৌঁছয়৷ ইঞ্জিনের ঠিক পিছনের কামরাতেই এই ঘটনা ঘটে৷ চিৎকার চেঁচামেচি শুনে সামসি স্টেশনে ট্রেনটিকে থামান চালক৷
আরও পড়ুন: মুর্শিদাবাদে ‘মীরজাফর’কে খোঁচা মমতার…! তুমুল শোরগোল! ১০০ কোটি বরাদ্দ ঘোষণাও মুখ্যমন্ত্রীর!
এর পরে ট্রেন এবং স্টেশনে থাকা অগ্নিনির্বাপন যন্ত্র দিয়েই আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন রেলকর্মী ও যাত্রীরা৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের উচ্চপদস্থ কর্তারা৷ ট্রেনটিকে পরীক্ষা করে দেখেন তাঁরা৷
এ দিকে প্যাসেঞ্জার ট্রেনে আগুনের ঘটনায় বেশ কয়েকটি ট্রেন আটকে যায়৷ ভালুকা স্টেশনে আটকে পড়ে নিউ জলপাইগুড়ি থেকে হাওড়াগামী ডাউন বন্দে ভারত এক্সপ্রেস৷
অগ্নিকাণ্ডের ঘটনায় ট্রেনের কোনও যাত্রীরা সুরক্ষিত থাকলেও ট্রেন আটকে গিয়ে ভোগান্তি হয় যাত্রীদের৷ যদিও কয়েকজন যাত্রীর অবশ্য দাবি, তাড়াহুড়ো করে ট্রেন থেকে নামতে গিয়ে বেশ কয়েকজনের ছোটখাটো আঘাত লেগেছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Indian Railways, Malda, Vande Bharat