#মালদহ: মালদহে বোমা ফেটে গুরুতর আহত কিশোর। গমের জমিতে বল ভেবে হাতে বোমা তুলে নিতেই ঘটে বিস্ফোরণ। বোমার আঘাতে ডান হাতের নিচের অংশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় কিশোরের। মালদহের ইংরেজবাজার থানার নতুন নগরিয়া গ্রামের ঘটনা।
আহত কিশোর সাব্বির নাদাব স্থানীয় স্কুলের ষষ্ঠ শ্রেণির পড়ুয়া। গুরুতর জখম অবস্থায় মালদহ শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই কিশোরকে। তার ডান হাতের গুরুতর আঘাত রয়েছে। ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ।
আরও পড়ুন: ঠান্ডা মাথায় পরিকল্পনা করে খুন? মগরাহাট খুনে চাঞ্চল্যকর মোড়
এ দিন দুপুরে আত্মীয়ের সঙ্গে গমের জমিতে কাজে যায় ওই কিশোর। সেখানে বলের মত কিছু পড়ে থাকতে দেখে হাতে তুলতেই সশব্দে ফেটে যায় বলে জানা গিয়েছে। কোথা থেকে ওই জমিতে বোমা এল খতিয়ে দেখছে পুলিশ।
Sebak Deb Sharma
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bomb Blast, Malda