মালদহ: গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে উত্তরপত্র উধাও। স্নাতক তৃতীয় সেমিস্টার পরীক্ষায় বাংলা বিভাগের ১০ পরীক্ষার্থীর উত্তরপত্রের খোঁজ মিলছে না। ফলে ঝুলে রয়েছে প্রায় ৩১ হাজার ছাত্র ছাত্রীর ফলপ্রকাশ। সাংবাদিক বৈঠক করে এমনই চাঞ্চল্যকর তথ্য জানাল বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজের এক অধ্যাপকের বিরুদ্ধে খাতা জমা না করার অভিযোগ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামকের। সমস্ত বিষয়টি উপাচার্যের নজরে আনা হয়েছে বলে সোমবার সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সমূহের নিয়ামক বিশ্বরূপ সরকার।
তিনি আরও বলেন, পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের পর গত ১৭ মার্চের মধ্যে জমা দেওয়ার প্রথম "ডেট লাইন' দেওয়া হয়েছিল অধ্যাপকদের। ওইদিন বেশকিছু অধ্যাপক উত্তরপত্র জমা করতেন না পারায় সময়সীমা বাড়িয়ে ২০ মার্চ করা হয়। ওই সময়ের মধ্যেও উত্তরপ্রত্তে জমা করতে পারেননি ওই অধ্যাপক। নির্দিষ্ট সময়সীমা পেড়িয়ে যাওয়ার পর ২৪ মার্চ উত্তরপত্র জমা দিতে বিশ্ববিদ্যালয়ে আসেন। এক্ষেত্রেও দশটি কম উত্তরপত্র জমা করেছেন তিনি।এদিকে ওই দশ পরীক্ষার্থীর বাংলার নম্বর কীভাবে নির্ধারণ করা হবে, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। একইসঙ্গে সমস্ত ফল প্রকাশ প্রক্রিয়ায় চরম অনিশ্চয়তার মধ্যে। গৌড়বঙ্গের পরীক্ষা নিয়ামক এদিন জানান, বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণ কমিটি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।এদিকে উত্তরপত্র জমা না দিতে পারার অভিযোগ উড়িয়েছেন অভিযুক্ত অধ্যাপক। তাঁর পাল্টা দাবি, সমস্ত উত্তরপত্র জমা না করলে কেন ওই দিনই বিষয়টি প্রকাশ্যে আনেনি বিশ্ববিদ্যালয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Malda